
আব্দুল হালিম নিশাণ / বর্তমান বার্তা ডট কম / ২৮ এপ্রিল ২০১৫ / বন্দরের নবীগঞ্জে চিস্তিয়া দরবার শরীফে হযরত খাজা মঈন উদ্দিন চিস্তি (র) স্বরণে পবিত্র ওরশ উপলক্ষে ২ দিন ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ভোরে মোনাজাতের মাধ্যমে ওরশ মোবারক শেষ হয়। হযরত খাজা মঈন উদ্দিন চিস্তি (র) এর দরবারের খাদের খাজা নাসির উদ্দিন চিস্তি (র)ও খাজা সামসুদ্দিন চিস্তি (র) মাজার শরীফের খাদেম মাওলানা খাজা হেছাম উদ্দিন চিস্তি প্রতি বছর এ ওরশ পালিত হয়ে আসছে। মাওলানা খাজা ফখর উদ্দিন চিস্তির সার্বিক তত্ত্বাবধানে ওরশে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব জামাল উদ্দিন মমিন। প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী। অন্যান্যের মধ্যে ওয়াজ করেন আলহাজ্ব মাওলানা বদরুল আলম আল কাদরী, মাওলানা মাহবুবুল হক আল কাদরী, মাওলানা মফিজুর রহমান সাদেক, মাওলানা আবু সুফিয়ান আল কাদরী, মাওলানা জাকারিয়া হোসেন, মাওলানা নোমান আল কাদরী, মাওলানা ওয়ালিউল্লাহ, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ। ওয়াজ শেষে াখেরী মোনাজাত শে করেন নবীগঞ্জ চিস্তিংযা দরবারের খাদেম মাওলানা খাজা হেছাম উদ্দিন চিস্তি। দোয়া শেষে নেওয়াজ বিতরণ করায়। ওরশে বিভিন্ন জেলার ভক্তবৃন্তরা উপস্থিত ছিলেন।
Post a Comment
Facebook Disqus