বার্তা প্রতিবেদক / ১৭ জুলাই ২০১৬ / বন্দরের সমরক্ষেত্র এলাকায় আশাদুল ইসলাম সানী (২০) নামে এক যুবককে চিহিৃত ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে ২টি মোবাইল সেট ও নগদ ৫ হাজার টাকা চিনিয়ে নিয়ে গেছে। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রাতেই চিকিৎসা শেষে আহত সানীর পিতার আঃ সালাম বাদী হয়ে থানায় লিখিতি অভিযোগ দায়ের করে। 
জানা গেছে, বন্দরের উত্তর নোয়াদ্দা এলাকার আঃ সালাম মিয়ার ছেলে আশাদুল ইসলাম সানী বন্দরের সমরক্ষেত্র এলাকা দিয়ে যাওয়ার সময় বন্দর চিতাশাল এলাকার চিহিৃত ছিনতাইকারী রাকিব ও দিপু মিলে তাকে রাস্তায় আটক করে হাতুড়ি দিয়ে এলাপাথাড়ি পিটিয়ে আহত করে পকেটে থাকা ২টি মোবাইল সেট ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

Post a Comment

Disqus