বার্তা প্রতিবেদক / ১৭  জুলাই ২০১৬ / সাইয়্যেদ আহমদ শাহ ট্রাষ্টের অর্থায়নে আল্লামা বাকী বিল্লাহ আল কাদরী (র:) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুস্তদের মাঝে খাদ্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে বন্দরের জামেয়া গাউছিয়া তাহেরিয়া মাদ্রাসায় প্রায় ১৬০ জন দুস্তকে খাদ্য ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। 
আল্লামা বাকী বিল্লাহ আল কাদরী (র:) ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব কাজী আবু জাফর টিপুর সভাপতিত্বে ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আহামদ শাহ ট্রাষ্টের বাংলাদেশ নির্বাহী প্রধান আলহাজ্ব আবদুল মোস্তফা রাহীম বলেন, নবী করিম (সঃ) বলেন তোমাদের যতটুকু সমর্থ আছে তা থেকে দুস্ত অসহায়দের দান কর। শুধু তাই নয় একটি খেজুর হলেও দান কর। রাসুল (সঃ) এর শিক্ষা থেকে শিক্সা নিয়ে আত্মমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে। নবী (সঃ) আরও বলেন তুমি খেয়ে থাকবে আর তোমার প্রতিবেশী না খেয়ে থাকবে তা হতে পারেনা। যারা প্রতিবেশীদের খোঁজ না রেখে নিজেরাই খেয়ে থাকে তারা আমার দলভ’ক্ত নয়। খাটি মমিন হতে হলে অপরাপর মুসলিম ভাইদের কল্যাণ কাজ করতে হবে। এ ছাড়া বর্তমানে যারা ইসলামের নাম ব্যবহার করে মানুষ হত্যা করছে প্রকৃত পক্ষে তারাই ইসলামের শত্রু। ইসলামকে অমুসলিমদের কাছে প্রশ্নবিদ্ধথ করতেই তারা এ ধরনের হত্যাকান্ড চালাচ্ছে। যা ইসলামে নেই। নিরপরাধ মানুষ হত্যা করে ইসলাম কায়েম করা ইসলামের বিধানে নেই। যারা ইসলামের বিধানের বিপরিতে মানুষ হত্যা করছে তারা প্রকৃত পক্ষে ইসলামের শত্রু ও নবীর দুশমন। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। 
মাওলানা আবু নাসের মূছার পরিচালনায় ত্রান বিতরণ অনুষ্ঠাসে উপস্থিত ছিলেন নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলন দুলাল প্রধান, হাফেজ সাহাবুদ্দিন, কাজী সহিদ আহমদ, কাজী জহির, বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন কমল খান, সাবেক সভাপতি এড. শাহ আলী পিন্টু খান, হাজী মোসলে উদ্দিন নান্টু, শাহ সিরাজ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা জামাল উদ্দিন নূরী আল কাদরী, হাফেজ গোলাম পাঞ্জাতন প্রমুখ। প্রতি জনতে  কেজি সেমাই, ১ কেজি চিনি,  কেচি পোলাও চাল, ১ লিটর সোয়াবিন তেল দেয়া হয়। 


Post a Comment

Disqus