বার্তা প্রতিবেদক / ১৭ জুলাই ২০১৬ / বন্দরের কবিলের মোড় এলাকা থেকে প্রতিবন্ধী (৭) এক শিশুকে এলাকাবাসী কুড়িয়ে পেয়েছে। গত শনিবার দুপুরে কুড়িয়ে পাওয়া শিশুটিকে নিয়ে এলাকাবাসী বিভিন্ন এলাকা শিশুর পিতা-মাতাকে খুঁজে না পেয়ে অবশেষে রাতে থানায় হস্তান্তর করেছে। বুদ্ধি ও শারিরীক প্রতিবন্ধী শিশু তার নাম সৌরভ ও পিতা সুমন বলতে পারলেও আর কিছু বলতে পারেনা। রাতে শিশুটিকে থানায় নিয়ে যায় সুজন ও বাপ্পি নামে ২ বন্ধু। পুলিশ একটি ডাইরী করে শিশুটিকে সুজন ও বাপ্পির হেফাজতে রাখেন। শিশুর পিতা-মাতার খোঁজ পেলেই তাকে ফিরিয়ে দেয়া হবে।


Post a Comment

Disqus