বার্তা প্রতিবেদক / ১৭ জুলাই ২০১৬ / বন্দরের তিনগাঁও এলাকায় নির্বাচন পরবর্তি সহিংসতার জের ধরে প্রতিপক্ষের লোকজন গতকাল রোববার বেলা সাড়ে ১১ টার দিকে যুবদল কর্মী সুজন (২৫) কে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। গতকাল । এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, বন্দর ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থী পারভেজের পক্ষে প্রচার প্রচারনা করায় তিনগাঁও ভদ্রাসন এলাকার হাসমত আলীর ছেলে যুবদল কর্মী সুজনকে আওয়ামীলীগ প্রার্থী কর্মী আলতাফ, নাসির, নাজমুল ও জামানসহ ৭/৮ জনে রাস্তা থেকে ধরে পদুঘর স্কুলের পিছনে নিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসা শেষে সে থানায় এসে অভিযোগ দায়ের করে। 
আহত সুজন জানান, নির্বাচনে বিএনপি প্রার্থী পরাজিত হওয়ায় তাকে নির্বাচনে পরদিন অভিযুক্তরা তাকে মারধর করে এলাকা থেকে তাড়িয়ে দেয়। ১ মাস পরে সে পুনরায় নিজ বাড়ি ফিরে এলে তারা তাকে পুনরায় পিটিয়ে আহত করে। 


Post a Comment

Disqus