কাজী ফাহিম / ১৯ জুলাই ২০১৬ / জাতীয়  মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সংবাদ সম্মেলন করেছেন সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তর। বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সঙ্গে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে  উপজেলা মৎস্য অধিদপ্তর কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা. সহকারী মৎস্য কর্মকর্তা.অফিস সহকারী. ক্ষেত্র সহকারী ও অফিস সহায়ক। এসময় মৎস্য সপ্তাহ ২০১৬ উদ্যাপনের ৭ দিনের কর্মসূচি ও মৎস্য সেক্টরের বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। এসপ্তাহের প্রতিপাদ্য বিষয় ও শ্লোগান হচ্ছে ”জল আছে যেখানে মাছ চাষ সেখানে”। ২০ জুলাই বুধবার বেলা ১১ টায় সোনারগাঁ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদ্প্তরের আয়োজনে মৎস্য সপ্তাহের উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৩  (সোনারগাঁ) আসনের এমপি এবং বিদ্যুৎ জা¦লানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সোনারগা উপজেলা pরিষদের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ্ আলম রূপন।


Post a Comment

Disqus