বার্তা রতিনিধি/ ১৯ জুলাই ২০১৬ /  আর নয় পোকা মারার স্প্রে, এবার  বাড়িতে আরশোলা, মাকড়সা, টিকটিকি বা ইঁদুরের উৎপাত দমন করুন প্রাকৃতিক উপায়ে। 

বিশ্বে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে হলে কীটপতঙ্গের প্রয়োজনীয়তা রয়েছে। বাড়িতে আরশোলা, মাকড়সা, টিকটিকি বা ইঁদুরের উৎপাতে বিরক্ত হন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। শুধু বিরক্তিই নয়, পোকামাকড় বিভিন্ন রোগের জীবাণুও বহন করে আনে ।

এদের উৎপাত থেকে বাঁচার উপায় বলে দিয়েছেন বিজ্ঞানীরা। তা নিচে দেওয়া হল- 

প্রথমে একমুঠো কঁচি পুদিনা পাতা কয়েক কাপ পানিতে ভাল করে ফুটিয়ে নিন। এবার পানি ঠান্ডা হতে দিন। তারপর পাতা গুলো ফেলে দিয়ে পানি একটা স্প্রে বোতলে ভরে নিন। তারপর ঘরের দরজা-জানলায় ভাল করে স্প্রে করে দিন সেই পানি। ব্যস, আপনার কাজ শেষ। সপ্তাহে বার দু’য়েক এই কাজ করা যথেষ্ট। বাড়িতে স্প্রে বোতল না থাকলে হাতে করে পানি ছিটিয়ে দিলেও চলবে। 

আসলে পুদিনা পাতায় থাকে একটি বিশেষ সুবাস, যা কীটপতঙ্গ বা ইঁদুরের মতো প্রাণী সহ্য করতে পারে না। ফলে ঘরের দরজা-জানলায় পুদিনা পাতা সিদ্ধ করা জল ছিটিয়ে দিলে তারা আর ঘরে ঢোকার সাহস করে না। কাজেই আপনার বাড়ি থাকে কীটপতঙ্গ মুক্ত। আর পুদিনার মিষ্টি গন্ধ আমোদিত করে রাখে আপনার ঘরের পরিবেশকে।


Post a Comment

Disqus