বার্তা প্রতিনিধি / ১৯ জুলাই ২০১৬ / দিন দিন বেড়ে চলছে সাইবার ক্রাইম। এর শিকার হতে পারেন আপনিও। এ থেকে রক্ষা পেতে চাই বাড়তি সতর্কতা। তাই নিরাপত্তা বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে জন্মতারিখ লুকিয়ে রাখার জন্য। মুছে ফেলতে হবে গ্রাহকের ব্যক্তিগত তথ্য।
জন্মতারিখ এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য ব্যবহার করে খুব সহজেই গ্রাহকের পরিচয় জালিয়াতি করে নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড করা যেতে পারে বলেও জানিয়েছেন তারা।
সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক জালিয়াত প্রতিরোধী সংস্থা সিফাস এর এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।
ওই প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছর পরিচয় জালিয়াতির পরিমাণ বেড়েছে ৫৭ শতাংশ। এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির সংখ্যা এক কোটি ৪৮ হাজার এবং অর্থনীতির ক্ষতির পরিমাণ ১৯৩০০ কোটি ব্রিটিশ পাউন্ড। ২০১৫ সালের সর্বমোট পরিচয় জালিয়াতির ৮৬ শতাংশ অনলাইনে করা হয়ে থাকে। এর মধ্যে অনেকেই হ্যাকের শিকার হননি। সাইবার হামলাকারীরা খুব সহজেই সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে গ্রাহকের এ সকল ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।
সিফাস-এর প্রধান নির্বাহী সিমন ডিউকস জানিয়েছেন, ফেইসবুক, টুইটার, লিঙ্কডইন এবং অন্যান্য অনলাইন প্লাটফর্মগুলো এখন সামাজিক যোগাযোগের সাইট থেকেও বেশি কিছু। সেগুলো এখন পরিচয় জালিয়াতকারীর জন্য শিকারের একটি অন্যতম মাধ্যম।
অনলাইনে পরিচয় জালিয়াতি থেকে গ্রাহকদের রক্ষা করতে ইতোমধ্যেই নতুন টুল উন্মোচন করেছে ফেইসবুক। এই টুল-এর মাধ্যমে গ্রাহকের নাম এবং ছবি ব্যবহার করে নতুন অ্যাকাউন্ট খোলা হলে সে বিষয়ে গ্রাহককে সতর্ক করবে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও অ্যাকাউন্টটি পরীক্ষা করে দেখা হবে বলেও জানানো হয়েছে।
Post a Comment
Facebook Disqus