বর্তমান বার্ত ডট কম/ ধর্ম/ ৫ ফেব্রুয়ারি/ হজযাত্রী নিবন্ধনের সময় ৫ ফেব্রুয়ারির পরিবর্তে ২৬ ফেব্রুয়ারি পর্যন্তবৃদ্ধি করেছে সরকার। এতে করে চলমান রাজনৈতিক অস্থিরতায় হজ পালনে আগ্রহীরা২১ দিন বাড়তি সময় পেলেন। বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে একটি আদেশ জারি করাহবে। ধর্ম মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।সূত্র
জানায়, হজ রেজিস্ট্রেশনের সময় ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়বে, তবে এর আগে হজযাত্রীর কোটা পূরণ হয়ে গেলে বর্ধিত মেয়াদ কার্যকর হবে না।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর (৯ জিলহ্জ) পবিত্র হজঅনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালন করতেপারবেন।সৌদি সরকার ইলেকট্রনিক হজ ব্যবস্থাপনার কারণে এবার কয়েক মাস আগেহজের টাকা জমা নেওয়া হচ্ছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারিব্যবস্থাপনার হজযাত্রীরা ৫১ হাজার ৬৯০ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনারহজযাত্রীরা ৪৮ হাজার ৩৩১ টাকা দিয়ে নিবন্ধন করতে পারবেন। হজ প্যাকেজের বাকিটাকা ১০ জুনের মধ্যে জমা দিতে হবে।হজ এজেন্সিস অ্যাসোসিয়েশনঅব বাংলাদেশের (হাব) এর সভাপতি ইব্রাহিম বাহার জানিয়েছেন, ‘বেসরকারি ২৫হাজার হজযাত্রীর নিবন্ধন হয়েছে, তবে সরকারি হজযাত্রীদের নিবন্ধনের সংখ্যাজানা যায়নি।

Post a Comment

Disqus