দীপক সূত্র ধর / বর্তমান বার্র্তা / ১৭ ফেব্রুয়ারী ২০১৫ : উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গ্রামে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধুকে ভাতের গরম মাড় দিয়ে শরীর ঝলসে দিয়েছে পাষন্ড স্বামী। এ ঘটনার পর ওই গৃহবধুকে টানা ৭ দিন একটি ঘরের আটকে রাখা হয়। গতকাল মঙ্গলবার  দুপুরে এলাকাবাসী মূমূর্ষ অবস্থায় ওই গৃহবধুকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গ্রামের মৃত মোহর আলী মিয়ার ছেলে ইঞ্জিন চালিত নসিমন চালক জজ মিয়ার সাথে তার স্ত্রী আমেলা খাতুনের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। জজ মিয়া তার স্ত্রী আমেলা খাতুনকে বিভিন্ন সময় মারধরও করত। গত বুধবার দুপুরে তাদের মধ্যে আবারও ঝগড়া-বিবাধের সৃষ্টি হওয়ার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী আমেলা খাতুনের শরীরে ভাতের গরম মাড় ঢেলে দেয় জজ মিয়া। এসময় আমেলা খাতুনের গলা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে ঝলসে যায়। ঘটনার পর স্বামী জজ মিয়া, ভাসুর রব মিয়া, বাবুল মিয়া ও শাশুড়ী ছালেহা বেগম স্ত্রী আমেলা খাতুনকে একটি ঘরের ভেতর আটকে রাখে। ঘটনার ৭ দিন পর গতকাল মঙ্গলবার দুপুরে আমেলা খাতুন তার মামাতো ভাই নাসিরউদ্দিন ও এলাকাবাসীর সহায়তায় আটক অবস্থা থেকে মুক্ত হয়। পরে মূমুর্ষ অবস্থায় তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে ভর্তি করা হয়। এই ঘটনায় আমেলা খাতুন তার স্বামী জজ মিয়া সহ ৪ জনকে আসামী করে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অভিযোগ গ্রহন করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Post a Comment

Disqus