ফারুক হাসান/বর্তমান বার্তা/ ০৭ ফেব্রুয়ারি ২০১৫ / নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা মিলনায়তনে গতকাল শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব ুনাছের ভূঁঞা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জি আই এস ম্যাপ সাম্প্রতিকরণ বিষয়ে মত বিনিময়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের এম পি লিয়াকত হোসেন খোকা। এসময় তিনি বলেন বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বঙ্গ বন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা যে সব পরিকল্পনা হাতে নিয়েছেন জি আই এস ম্যাপ সাম্প্রতিকরন অন্যতম একটি পরিকল্পনা । আমাদের আনন্দিত হওয়ার বিষয় পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে । ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছিলেন আজ তা বাস্তব। এ স ময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ কে এম ফজলুল হক ,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.সামছুল ইসলাম ভুইয়া, উপজেলা প্যানেল চেয়ারম্যান সাহআলম রুপন, মহিলা ভাইস চেয়ারম্যান  নাছিমা আক্তার,মোগরা পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমানন্দী ইউনিয়নের চেয়ারম্যান সাহাবদ্দিন সাবু,বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক, সম্ভুপুরা ইউনিয়নের চেয়ায়রম্যান আব্দুর রউফ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান খান,সিপিডিপি বার্ড এর সহকারী পরিচালক পলাশ কুমার সাহা । অনুষ্ঠানটি পরিসংখ্যান ব্যুরো (বি বি এস) এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ (এস আই ডি) কর্তৃক অয়োজিত।


Post a Comment

Disqus