শিশুদের জন্য ইউটিউব এর চিত্র ফলাফল

ইউটিউব নিয়ে এলো শিশুদের উপযোগী ভিডিও অ্যাপ


কাজী রোমান /বর্তমান বার্তা ডট কম / ২৫ ফেব্রুয়ারি ২০১৫ঃ মোবাইল ডিভাইসের জন্য শিশুদের উপযোগীঅ্যাপ নিয়ে আসছে ইউটিউব। প্রযুক্তি পণ্য সাইট টেক ক্রাঞ্চ ইউটিউবের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আগামী সোমবার অ্যাপটি প্লে স্টোরে ছাড়া হতে পারে।
অ্যাপটি দিয়ে ইউটিউবের বিশাল সংগ্রহ থেকে শিশুদের উপযোগী ভিডিও খুব সহজেই খুঁজে পাওয়া যাবে। এছাড়া শিশুরা ইউটিউবে কোন ভিডিওগুলো দেখতে পারবে বা পারবে না তা নিয়ন্ত্রণ করতে পারবে মা-বাবারা। প্রথমদিকে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের অ্যানড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধাটি পাবেন।
ধারণা করা হচ্ছে, বড় ধরনের পরিবর্তনের দিকে যাচ্ছে ইউটিউব। উল্লেখ্য, গুগলের সংগ্রহে থাকা গানগুলো শোনার জন্য ইউটিউব মিউজিক কি সার্ভিস চালু করেছে। এখানে গান শোনার জন্য কোন বিজ্ঞাপনের মুখোমুখি হতে হবে না দর্শকদের। তবে এর জন্য সাবস্ক্রিপশন ফি দিতে হবে ব্যবহারকারীদের


Post a Comment

Disqus