ফারুক হাসান/ বর্তমান বার্তা/ ০৮ ফেব্রুয়ারি ২০১৫/ গতকাল রবিবার দুপুরে সোনারগাঁ উপজেলা মোগরাপাড়া চৌরাস্তায় উপজেলা যুবলীগের উদ্যোগে  জনাব গাজী মুজিবুর রহমান সভাপতিত্বে দেশব্যাপি নাশকতা ও সহিংশতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা প্যানেল চেয়ারম্যান জনাব শাহ আলম রূপন তার বক্তব্যে বলেন, কোন সন্ত্রাসি গোষ্ঠির কাছে দেশের মানুষ জিম্মী হতে পারে না আমরা সাংগঠনিক ভাবে যে কোন নাশকতা ও সহিংশতার বিরুদ্ধে সোচ্চার। বাংলার প্রধান মন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে যে পরিকল্পনা হাতে নিয়েছেন তা বাস্তবায়ন করতে যে কোন প্রতিবন্ধকতার বিরুদ্ধে আমরা জনগনকে সাথে নিয়ে রুখে দারাব এবং সমৃদ্ব বাংলাদেশ গড়ে তুলব। সহিংশতার রূপকার বিএনপি-জামাত জোটের নেত্রী খালেদা জিয়ার অপরাজনীতিতে বাংলাদেশের উন্নয়ন বাধা গ্রস্থ  হচ্ছে। দেশের মানুষ তা ঘৃনা ভরে প্রত্যাখান করে তাদের দেয়া হরতাল অবরোধ উপেক্ষা করে সাভাবিক জীবন যাপন করছে এতে খালেদা জিয়ার লজ্জা হওয়ার উচিত দেশের মানুষ শান্তি চায় উন্নয় চায় নাশকতা ও সহিংশতা চায় না। তাই খালেদা জিয়ার প্রতি আমার আহবান দেশের জন্য দেশের মানুষের জন্য সঠিক রাজনীতি করুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সহ সভাপতি বাবু দিনেশ সূত্র ধর, জাকির হোসেন ভূইয়া, আমিনুল ইসলাম আমান। অন্যান্যা নেতৃবৃ›দের মধ্যে উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক আবু ছিদ্দিক, সমাজ কল্যান সম্পাদক খায়রুল আলম, দপ্তর সম্পাদক হারুন মোল্লা , তথ্য ও গভেষনা সম্পাদক লুৎফর রহমান, ত্রান সম্পাদক আলম চাঁন, কার্যকারী সদস্য মোশারফ হোসেন উজ্জ্বল, পৌরসভা সভাপতি সেলিম রেজা, সনমান্দি ইউনিয়ন সভাপতি শাহাবুদ্দিন সরকার, পিরোজ পুর ইউনিয়ন সভাপতি মোঃ সেলিম, শম্ভুপুুরা ইউনিয়ন যুগ্ন আহবায়ক মোঃ মাহবুব, আঃ কাইউম, নোয়াগাঁ ইউনিয়ন যুগ্ন সম্পাদক কাউসার সদস্য নজরুল ইসলাম, সানাউল্লাহ বেপারী, খোকন প্রমুখ। সোনারগাঁয়ে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনসহ যুবলীগের বিপুল পরিমান নেতাকর্মী দেশব্যাপি নাশকতা ও সহিংশতার বিরুদ্ধে সোচ্ছার হয়ে মানববন্ধনে শতস্ফুত ভাবে অংশগ্রহন করে।  


Post a Comment

Disqus