বর্তমান বার্তা/ বিনোদন/ ১৯ ফেব্রুয়ারি/ বলিউডের কিং খান শাহরুখের সঙ্গে ফ্রেম শেয়ারের অফার পেয়েছেন আলিয়া ভাট। পরিচালক রোহিত শেঠির পরবর্তী সিনেমাদিওয়ানা।শাহরুখ অভিনীত এ সিনেমায় অভিনয়ের অফার পেয়েছেন আলিয়া। সিনেমাটিতে শাহরুখের সঙ্গে থাকবেন বরুণ ধাওয়ানও। এ সিনেমায় কিং
খানেরভাইয়ের চরিত্রে দেখা যাবে বরুণকে। এর আগে শোনা গিয়েছিল, বরুণের প্রেমিকারচরিত্রে অভিনয় করবেন কীর্তি স্যানন। তবে শেষপর্যন্ত সে অফার গেছে আলিয়ারকাছে। পরিচালকের তো বটেই, স্বয়ং কিং খানেরও নাকি পছন্দের তালিকায় রয়েছেনআলিয়া। জানানো হয়েছে, আলিয়া ডেট দিতে পারলে কীর্তি স্যাননের আগে থাকবেতারই জায়গা। আলিয়া এ সুযোগ হাতছাড়া করছেন না বলেই জানা গেছে। বরুণ ধাওয়ানের সঙ্গে এর আগে দুইটি সিনেমায় কাজ করেছেন আলিয়া। তবেশাহরুখের সঙ্গে এই প্রথমবার এক সিনেমায় কাজ করবেন তিনি। তবে সিনেমাটিতেশাহরুখের নায়িকা কে হবেন, তা এখনও ঠিক হয়নি।

Post a Comment

Disqus