হ্যাকার এ গোষ্ঠীটি গেমওভার জিউস এবং জ্যাবার জিউস নামের ম্যালওয়ার তৈরি করেছে এবং এর সাহায্যে ১২ টি দেশ থেকে ব্যাংক অ্যাকাউন্ট হাতিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এফবিআই’এর সাইবার অপরাধীদের মোস্ট ওয়ানটেডের তালিকায় বোগাচেভের নাম রয়েছে। বোগাচেভ রাশিয়ায় বসবাস করে বলে ধারণা করছে এফবিআই।– আইআরআইবি।

Post a Comment
Facebook Disqus