বর্তমানবার্তা .কম/ আন্তর্জাতিক/ ১৯ ফেব্রুয়ারি/ যুক্তরাষ্ট্রইসলাম নয়, ইসলামের অপব্যাখ্যা দানকারীদের বিরুদ্ধে যুদ্ধ করছে বলে মন্তব্যকরেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। ৬০টি রাষ্ট্রের মুখপাত্রদেরউপস্থিতিতে এক সম্মেলনে বুধবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেনতিনি। খবর বিবিসি ও
আলজাজিরার।ইসলামের বিরুদ্ধে যুদ্ধের অভিযোগেরব্যাপারে তিনি বলেন, ‘এটা মিথ্যাআমরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছি না।যারা ইসলামের অপব্যাখ্যা দান করছে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করছি।তিনি আরও বলেন, ‘ইসলামের নাম নিয়ে সন্ত্রাসীদের করা অপরাধের জন্য মুসলিম সম্প্রদায়কে শাস্তি দেওয়া বা অভিযুক্ত করা হবে না।এ সময় আইএস (ইসলামিক স্টেট) ও আল-কায়েদাকে ইসলামপন্থী নয়, বরং সন্ত্রাসীসংগঠন হিসেবে উল্লেখ করেন তিনি।ধর্মের নামে সন্ত্রাসের ব্যাপারে ওবামা বলেন, ‘কোনো ধর্মই সহিংসতা বা সন্ত্রাসের জন্য দায়ী নয়। দায়ী মানুষ।তিনি আরও বলেন, ‘আমরা নিশ্চিত করছিআমরা এর জন্য (সন্ত্রাসবাদ) কোনো সম্প্রদায়কে কলঙ্ক দেব না।হোয়াইটহাউসে চরমপন্থীদের সহিংসতার জবাবশিরোনামে তিন দিনব্যাপী ওই সম্মেলনেবিভিন্ন দেশের আইনশৃঙ্খলা বিভাগের সদস্য, মুসলিম নেতা ও আইনপ্রণেতারাউপস্থিত রয়েছেন।সম্মেলনের শেষ দিনে ভাষণ দেবেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন।ভাষণদেওয়ার সময় ওবামা তার কাছে লেখা ১১ বছর বয়সী এক মুসলিম মেয়েশিশুর চিঠিরকথা উল্লেখ করেন। চিঠিতে সাবরিনা নামের মেয়েটি জনমনে মুসলিমদের প্রতি ঘৃণাতৈরি হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে সে ওবামাকে আহ্বানজানিয়েছে, যেন তিনি সবাইকে বলেন মুসলিমরা অন্য সবার মতোই।

Post a Comment

Disqus