বর্তমান বার্তা প্রতিনিধি / বর্তমান বার্তা/২৫ ফেব্রুয়ারী ২০১৫ঃ আমার বয়স যখন ২ বছর, আমার বাবা মারা যান। আমার আব্বুকে নিয়ে তাই কোনো স্মৃতি থাকবে না এটাই স্বাভাবিক। তারপরেও কিভাবে যেন দুটি স্মৃতি আমার শিশু মনে রয়ে গিয়েছিল। প্রথমটি আধো আধো মনে পড়ে, এক সন্ধ্যা বেলায় আব্বু আমার জন্য রিকসা কিনে আনলেন। আরেকটি স্মৃতিও মনের কোনায় রয়ে গেছে, আব্বু মারা গেছেন, খাটিয়ায় তাকে শুইয়ে রাখা হয়েছে, আব্বুকে কবর দেয়ার জন্য গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হলো, আমি যেন কার সাইকেলে করে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে, আব্বুকে কবর দেয়ার পরে সবাইকে বাতাসা বিলি করা হচ্ছিল, সেটিও মনে আছে। আর কিছু মনে নেই। আর কিছুই মনে নেই। আব্বু আমাকে নিশ্চয় অনেক ভালোবাসতেন। কিন্তু ভালোবাসা বোঝার বয়স হবার আগেই আব্বু চলে গেলেন। জানি না অচিন পুরে উনি কেমন আছেন। জানিনা, আব্বু বেচে থাকলে কেমন আদর করতেন, কেমন ভালোবাসতেন, কিভাবে শাসন করতেন, শুধু জানি আব্বু যদি বেচে থাকতো জীবনটা অন্যরকম হতে পারতো। অবশ্যই অন্যরকম হতো, কারন সেই জীবনে থাকতো বাবার ভালোবাসা, শাসন, ছায়া, জীবনের দিকনির্দেশনা। বিশ্বাস করুন, খুব জানতে ইচ্ছে করে, বাবা কেমন হয়, বাবার আদর কেমন হয়? পাইনি তো, তাই অনেক মিস করি, ফিল করি। মাঝে মাঝে অভিযোগ করি, অভিমান করি আব্বুর প্রতি, আব্বুর স্বাস্থ্য ভাল ছিল, তাই কমানোর হাজার চেষ্টা করা সত্বেও জেনেটিক ভাবে আমার স্বাস্থ্যও ভাল, আব্বু নাকি ভিষন মেজাজি ছিলেন, আমিও মাঝে মাঝে রাগ নিয়ন্ত্রন করতে পারিনা, আব্বু সর্ট ছিলেন, আমিও সর্ট।এগুলো শুনে আমার বড় আপু খুব রাগ করেন। বলেন, এগুলো বলতে হয়না, আব্বুর আত্মা কষ্ট পায়।
কখনো বলা হয়নি কেন বলি, বলি কারণ আমার আব্বুকে নিয়ে আমার রোমত্থন করার কিছু নেই, তাকে স্বরন করার মতো কোনো স্মৃতি নেই, তাই অভিমান গুলোর মাঝেই তাকে বাঁচিয়ে রাখার অভিপ্রায়, আমার মাঝে। আব্বু আমি জানি না তুমি কেমন আছ, কি করছ। তবে যেখানেই থাকো ভালো থেকো। তোমাকে ভালোবাসার সময় পাইনি, তাই তোমাকে কতটা ভালোবাসি বলতে পারব না। বিশ্বাস কর এই জীবনে তোমাকে ভেবে কখনো কাঁদিনি, কিন্তু এই যে, এখন তোমাকে নিয়ে লিখছি আর কাঁদছি, অঝোর ধারায়। সত্যি বলছি, তোমাকে নিয়ে কখনো লিখব এটাও ভাবিনি, কাদব এটাও না। আব্বু জানো, তুমি থাকলে কোনো ঝড় ঝাপটা ছুতে পারত না আমাদেরকে, যা কিনা আমাদের জীবনে (আম্মু, আপু, আমি) এসেছে অবিরাম।
বাবাকে দেখিনি তবে এটুকু বুঝতে পারি সকল বাবা তাদের সন্তানদের আগলিয়ে রাখেন ছায়ার মত, বটবৃক্ষের মত, কোনো ঝড় ঝাপটা ছুতে দেননা তাদের সন্তানদের। একটি শিশুকে কত আদর, মমতা, ভালোবাসা দিয়ে বড় করেন একজন পিতা, সন্তানের সবরকম চাহিদা মেটানোর জন্য করেন অমানুষিক পরিশ্রম, সন্তানের ভবিষ্যত গড়তে কি প্রানান্ত চেষ্টা। যাদের বাবা আছে তাদের কাছে কড়জোড়ে প্রার্থনা করছি, সব বয়সেই আপনি আপনার বাবাকে শ্রদ্ধা করুন, ভালোবাসুন, দয়া করে তার মনে কোন আঘাত দেবেন না কখনো। আমার নেই তো তাই আমি বুঝি বাবা কি?। পৃথিবীর সকল বাবা ভালো থাকুন, ভালো থাকুক আপনাদের সব সন্তানেরা, কারন সন্তান ভাল থাকলেই তো আপনি সবচেয়ে বেশি ভালো থাকবেন। পৃথিবীর সকল বাবাকে শ্রদ্ধা, ভালোবাসা।
Post a Comment
Facebook Disqus