যমুনা বিনোদন নিউজ ডেস্ক: বলিউড অভিনেত্রী সোনম কাপুর এবার নাচতে গিয়ে আহত হলেন সোনম। রক্তও ঝরেছে তার।জানা গেছে, ‘প্রেম রতন ধন পাও’ সিনেমাতে একটি গানের সঙ্গে পুতুল নাচ নাচতে গিয়ে পায়ের গোড়ালিতে চোট পান সোনম। তার গোড়ালি কেটে রক্ত ঝরতে থাকে। ‘প্রেম রতন ধন পাও’ সিনেমাতে সালমান খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন সোনম। সিনেমাটির শুটিং করতে গিয়ে ভালোই ঝক্কি পোহাতে হচ্ছে তাকে। নাচের দৃশ্যে শুটিং করার সময় তাকে মাটি থেকে বেশ খানিকটা ওপরে উঠতে হয়েছিল। ওপর থেকে মাটিতে নেমে আসার সময় তার পায়ে আঘাত লাগে। তার গোড়ালি কেটে গিয়ে রক্ত ঝরতে থাকে। সোনম সুস্থ হয়ে ফিরলে আবারও শুটিং শুরু হবে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক স্বরাজ বারজাত্যা। |
Subscribe to:
Post Comments (Atom)
যমুনা বিনোদন নিউজ ডেস্ক: বলিউড অভিনেত্রী সোনম কাপুর এবার নাচতে গিয়ে আহত হলেন সোনম। রক্তও ঝরেছে তার।
Post a Comment
Facebook Disqus