স্টাফরিপোটার/বর্তমানবার্তাডটকম/ ০৬ মার্চ ২০১৫/'সামারা' ছবির শুটিং শেষ হয়েছিল আরো তিন মাস আগেই। সম্প্রতি শেষ হলো এডিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিকসহ অন্যান্য কাজও। এবার শিগগিরই সেন্সরে যাচ্ছে ‘দ্য স্টোরি অব সামারা’। রিকিয়া মাসুদো পরিচালিত এই হরর মুভিটি আগামী মে মাসে মুক্তি দেয়ার পরিকল্পনা করছে এর প্রযোজনা প্রতিষ্ঠান ভারটেক্স প্রডাকশন।প্রযোজনা সূত্রে জানা গেছে, শওকত আলী ইমন ‘দ্য স্টোরি অব সামারা’র ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ শেষ করেছেন সম্প্রতি। আগামী সপ্তাহেই ছাড়পত্রের জন্য ছবিটি সেন্সরে জমা দেয়া হবে।
ছবি প্রসঙ্গে পরিচালক রিকিয়া মাসুদো বিডিটুয়েন্টিফোর লাইভকে বলেন, ‘ছবিটি ঢাকাই ফিল্মের গতানুগতিক ধারার একেবারেই বাইরে। পুরো গল্পই রোমাঞ্চকর, ভৌতিক। তবে প্রেমের গল্পও দেখানো হবে এখানে। সব মিলিয়ে একেবারেই ভিন্ন ধরনের গল্প ও চরিত্র নিয়ে আমি রীতিমতো চ্যালেঞ্জ অনুভব করছি। ঢাকাই ছবির দর্শক এমন গল্প দেখে অভ্যস্ত নয়। তবে আমার প্রচণ্ড আত্মবিশ্বাস রয়েছে, নির্মাণগুণ ও গল্পের কারণে ছবিটি দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে।’
রিকিয়া মাসুদো আরো বলেন, ‘আগামী ঈদে এটি সারা দেশে মুক্তি দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ছবিটির দৃশ্যধারণ হয়েছে ঢাকা, কক্সবাজার ও রাঙামাটিতে।’
ছবির মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন আলাউদ্দিন হক, ইমরান প্রমুখ।
‘দ্য স্টোরি অব সামারা’ ছবিতে গান করেছেন সামিনা চৌধুরী, এস আই টুটুল, ইমরান, পড়শী প্রমুখ।
দুটো ভিন্ন গ্রহ ও তার বাসিন্দাদের নিয়ে ছবির কাহিনী আবর্তিত হয়েছে। যেখানে ভিন্ন গ্রহ থেকে আসা অশুভ শক্তির মুখে পড়ে মানব সভ্যতা। তার হাত থেকে বাঁচতে পৃথিবীর পাঁচ তরুণ মিলিত হয় তাদের পঞ্চশক্তি নিয়ে। মোকাবেলা করে অশুভ শক্তিকে।
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে হরর ও সায়েন্স ফিকশন ধাঁচের ছবি ‘দ্য স্টোরি অব সামারা’ প্রথম প্রদর্শন হবে।
ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু ও সিবা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, চিত্রলেখা গুহ, ডন, কাবিলা, পিয়া প্রমুখ।
Post a Comment
Facebook Disqus