হলিউডের জনপ্রিয় অভিনেতা ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি বিয়ে করবেন একটি জাহাজে। ফ্রান্সে তাদের বিয়ে করার কথা ছিল। কিন্তু তারা এখন সিদ্ধান্ত বদলে স্কটল্যন্ডের পাল তোলা জাহাজে বিয়ের অনুষ্ঠান করার কথা ভাবছেন। (খবর-এনডিটিভি)।জোলি ও পিটের মোট ছয় সন্তান রয়েছে।
জোলি বলেন, জাহাজে করলে তাদের অনুষ্ঠানটি খুব ঝামেলা ছাড়াই পালন করতে পারবেন। এতে আমন্ত্রিত অতিথি ছাড়া আর কেউ থাকবে না। খুব নির্বিঘ্নেই হবে অনুষ্ঠান।
Post a Comment
Facebook Disqus