
বর্তমান বার্তা ডট কম /২৫মার্চ ২০১৫/সনি জাপানের বাজারে নতুন একটি স্মার্টফোন ছাড়ার ঘোষণা দিয়েছে। এক্সপেরিয়া জে ১ নামের এই ফোনটিতে কোনো সিম লাগবে না। জাপানের বাজারে এটিই প্রথম সিমবিহীন স্মার্টফোন।
স্মার্টফোনটিতে আছে ৪.৩ ইঞ্চির ৭২০ পিক্সেলের ডিসপ্লে, ২০.৭ মেগাপিক্সেলের এক্সমোর আরএস ক্যামেরা, ২.২ গিগাহার্টজের কোয়াড কোর সিপিউই, অ্যাডরিনো ৩৩০ গ্রাফিকস, ২ জিবি র্যাম, কোয়ালকমের স্ন্যাপড্রাপন ৮০০ চিপসেট এবং ২৩০০মিলি অ্যাম্পায়ের ব্যাটারি।
সনি এই ফোনটি জাপানের বাজারে এপ্রিল মাসের ২০ তারিখে ছাড়ার পরিকল্পনা নিয়েছে। মার্চের ২৭ তারিখ থেকে প্রি-অর্ডার নেয়া হবে। জাপানের বাজারে ফোনটির দাম ধরা হয়েছে ৪৫৪ ডলার। জাপানি ইয়েনে এটির মূল্য ৫৪ হাজার ৮০০ ইয়েন।
Post a Comment
Facebook Disqus