টুইটারের নবম জন্মদিনে টুইটারের আট বছরের ইতিহাসে সেরা ৯টি টুইটের পুনরাবৃত্তি করে দিনটিকে বরণ করে নেয়া হয়।
জন্মদিন উপলক্ষ্যে টুইটারের প্রধান যোগাযোগ কর্মকর্তা গ্যাব্রিয়েল স্টিকার এক টুইট বার্তায় লিখেছেন, ‘আমরা টুইটার চালু রেখেছি কারণ মানুষ এটি ব্যবহার করছে। আমরা টুইটার জনপ্রিয় করতে হ্যাশট্যাগ এবং লাইভ টুইটিং চালু করেছি।
এ পর্যন্ত পৃথিবীতে টুইটার ব্যবহারকারীর সংখ্যা ২৮ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে।
Post a Comment
Facebook Disqus