অবিশ্বাস্য মনোবিদ্যা ঘটনা!
স্টাফ রিপোর্টার  /বর্তমান বার্তা ডট কম / ১২ মার্চ ২০১৫ /মনোবিজ্ঞান অনেক আকর্ষণীয় বৈশিষ্ট্যের দ্বারা সৃষ্টি। এর প্রতিটি দরজার মধ্যে রয়েছে অনেক মজার মজার রহস্য। এই রহস্যগুলো জানতে পারলে আপনার আসেপাশের মানুষদের আপনি আরও ভালভাবে বুঝতে পারবেন। জেনে নিন এই মজাদার তথ্যগুলো-
১. আপনার জীবনের লক্ষ্য আপনি নিজেই স্থির করবেন। কিন্তু ভবিষ্যৎ পদক্ষেপ যদি আপনি সবাইকে বলে বেড়ান, তাহলে সেই কাজটি করতে আপনার আগ্রহ কমে যাবে। এটি গবেষণায় প্রমাণিত।

২. পৃথিবীতে প্রায় ৪০০ ধরণের মন-আতঙ্ক রয়েছে।

৩. যে বিষয়গুলো বিরক্তিকর, তা থেকে পরিত্রাণ পেতে মন নতুন নতুন কাহিনী তৈরি করে।

৪. পছন্দের গান শুনলেই জীবনের কিছু স্মৃতি চোখের সামনে ভেসে উঠে।

৫. যার যে ধরণের গান ভাল লাগে, তার আচার-আচরনে তা ফুটে উঠে। অর্থাৎ, কিশোর বয়সে যারা বেশী কোলাহলপূর্ণ গান পছন্দ করেন, তারা সাধারণত অনেক রাগী হয়ে থাকেন।

৬. নিজের উপর টাকা খরচ করার চেয়ে অন্যের উপর টাকা খরচ করলে মানুষ বেশী খুশি হয়।

৭. মানুষ যত টাকা অর্জন করে তার থেকে বেশী ব্যয় করতে আগ্রহী।

৮. আতঙ্কের সমস্যা পারিবারিকভাবেই আসে। গবেষণায় দেখা গেছে, ডিএনএ থেকেই এর উৎপত্তি।

৯. মানুষের মাঝে কিছু ফোবিয়া দেখা যায়। যে ফোবিয়ার কারনে সে মনে করে পৃথিবীতে তার আর অস্তিত্ব নেই। নিজেকে মৃত বলে মনে করেন।

১০. ফ্রান্স এর প্রতি ৫ জনের মাঝে ১ জন বিষণ্ণতায় ভোগে।

১১. ইন্টারনেটের কারনে মানুষ বিষণ্ণতায় ভোগে। বিভিন্ন মানসিক সমস্যার সৃষ্টি হয়।

১২. শরীরে এক প্রকার জিন রয়েছে, যা সবসময় মানুষের মনে নেতিবাচক প্রভাব ফেলে।

১৩. “ট্রমান সিন্ড্রোম” এমন একটি রোগ যার ফলে রোগীরা মনে করেন, তারা একটি রিয়েলিটি টিভি সো তে জীবন অতিবাহিত করছে।

১৪. “ইরো টোমানিয়া” এমন একটি রোগ, যার ফলে রোগীরা মনে করেন যে, একজন বিখ্যাত ব্যাক্তি তার প্রেম এ পড়েছে।

১৫. ৬৮ শতাংশ লোক “পান্থম ভাইব্রেশন সিন্ড্রোম” এর শিকার। ফোনে ভাইব্রেশন না হওয়া সত্ত্বেও তা অনুভব করা হল এ রোগের লক্ষন। সকলেই যারা ফোন ব্যাবহার করেন, তারা এই রোগের শিকার কখনো না কখনো তো হয়েছেন।

মনবিজ্ঞানিগণ সমীক্ষায় নতুন নতুন রহস্য উতঘাটন করে চলেছেন। এসব ঘটনা অনেক মজাদার। যত এই রহস্যের মধ্যে যাবেন, অত বেশী আরও জানতে চাইবেন।

Post a Comment

Disqus