imran-tisha-lg2015031516571-14548



বর্তমান বার্তা ডট কম / ১৬ মার্চ ২০১৫ / প্রথমবারের সাফল্যে অনুপ্রাণীত হয়ে আবারও একসাথে মিউজিক ভিডিওতে অংশ নিলেন মডেল অভিনেত্রী তানজিম তিশা ও সেরাকণ্ঠ খ্যাত গায়ক ইমরান।
গত ১২ এবং ১৩ মার্চ শুটিং সম্পন্ন হয়েছে ‘বলতে বলতে চলতে চলতে’ শিরোনামের এই গানের মিউজিক ভিডিওটির। খাগড়াছড়ির পাহাড়ি পরিবেশ এবং সাজেক ভ্যালির নৈসর্গে মিষ্টি প্রেমের এই মিউজিক ভিডিও পরিচালনা করেছেন আশিকুর রহমান।
গানটির কথা লিখেছেন শফিক তুহিন। সুর ও সংগীতায়োজনের পাশাপাশি কণ্ঠও দিয়েছেন ইমরান।
ভিডিওটি নিয়ে ইমরান বলেন, ‌‌‘আগেও অামি এবং তিশা মিউজিক ভিডিওতে কাজ করেছি। তবে এবারে একেবারেই নতুন করে হাজির হয়েছি আমরা। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
ইমরান জানালেন, গানটি ইমরানের তৃতীয় একক অ্যালবামে প্রকাশিত হবে। পহেলা বৈশাখের পরে মে মাসের দিকে বাজারে আসবে অ্যালবামটি।
এর আগে ‘শেষ সূচনা’ নামে একটি মিউজিক ভিডিওতে মডেল হয়ে পারফর্ম করেন ইমরান ও তিশা।


Post a Comment

Disqus