![]() |
| সোনারগাঁয়ে র্যাবের হাতে ৮শ’ আশি পিছ ইয়াবা বড়িসহ গ্রেপ্তার-১ |
জহিরুল ইসলাম সিরাজ/বর্তমান বার্তা ডট কম/ ফেব্রুয়ার ২০১৫ ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাইকারটেক হাটে থেকে গতকাল রোববার দুপুরে র্যাব-১১ (সিপিসি-১)একটি দল গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালায়। এসময় ৮৮০ পিছ ইয়াবা বড়ি সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানায় সোপর্দ করেন।
র্যাব-১১ এর সূত্রে জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার কাইকারটেক হাটে অভিযান চালিয়ে ৮শ’ আশি পিছ ইয়াবা বড়িসহ সোহরাব আলী (৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই মাদক ব্যবসায়ীকে সোনারগাঁ থানায় সোপর্দ করে। গ্রেপ্তার হওয়া সোহরাব আলী শরিয়তপুরের নড়িয়া থানার ডালিপাড়া এলাকার সাদ্দাম মিয়ার ছেলে ।

Post a Comment
Facebook Disqus