katrina-kaif-salman-khan-in-laapata-song-26
  
বর্তমান বার্তা ডট কম / ১৭ মার্চ ২০১৫ /  সাবেক প্রেমিক সালমান খানকে অনন্য ও চমৎকার এক মানুষ বলে মন্তব্য করেছেন এ সময়ের বলিউড কাঁপানো নায়িকা ক্যাটরিনা কাইফ। সম্প্রতি এক অনুষ্ঠানে সালমান সম্পর্কে এমন প্রশংসায় মজেন এই অভিনেত্রী।
ইদানিং এই সেনসেশনাল অভিনেত্রী যখন ভালো মুডে থাকেন, তখন সব কিছুই যেনো অকপটে বলে ফেলেন। এক অনুষ্ঠানে সাল্লুকে নিয়ে জিজ্ঞাসা করতেই হরবরিয়ে প্রচুর কথা বলে ফেললেন ক্যাট্। সালমান সম্পর্কে ক্যাটরিনা বলেন, ‘সালমান একজন অসাধারণ মানুষ। অন্যকারো সাথে তার তুলনা হয় না।পৃথিবীতে সালমানের মতো মানুষ খুব একটা খুঁজে পাওয়া যাবে না। সে সব সময় আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে থাকবে। তাকে ছাড়া আমার এতদূর পৌঁছানো সম্ভব হতো না’।
অন্যদিকে. সম্প্রতি দিল্লীতে রনবীর কাপুরের সাথে ক্যাটরিনার এনগেজড্ হয়েছে বলে গুজব রটেছে সমস্ত বলিউড পাড়ায়।

Post a Comment

Disqus