হাজী মোহাম্মদ মহসীন / বর্তমান বার্তা ডট কম / ০৬ মার্চ ২০১৫ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকালে ১০ টার দিকে সোনারগাঁ উপজেলার শহীদ মজনু পার্কের বিজয় স্তম্ভের পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।  অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁইঞা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্যানেল চেয়ারম্যান শাহ আলম রূপন, মহিলা ভাইস-চেয়ারম্যান নাছিমা আক্তার। বক্তব্য রাখেন সোনারগাঁ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহাম্মেদ মোল্লা বাদশা, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী এডঃ নূর জাহান, সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা, সোনারগাঁ পৌরসভার মহিলা কাউন্সিলর জাহেদা আক্তার মনি, সাবেক মহিলা কাউন্সিলর সালমা আক্তার, সোনারগাঁ মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এমদাদুল হক, সোনারগাঁ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক খন্দকার দিল আফরোজা, আদমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আছমা আক্তারী, জীবন সন্ধ্যানী সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা আক্তার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা মমতাজ মেম্বার, বাংলাদেশ নারী কল্যান সমিতির কাঁচপুর শাখার সভানেত্রী আনোয়ারা মেম্বার, পিরোজপুর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার রুনা আক্তার, বিকশিত নারী নেটওয়ার্ক সমিতির সদস্য শেফালী আক্তার, উপজেলা ছাত্রসমাজের আহবায়ক ফজলুল হক মাষ্টার সহ নারী উদ্যোক্তা, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহন করে।



Post a Comment

Disqus