![]() |
| সাংবাদিকের উপর হামলাকারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন |
জহিরুল ইসলাম সিরাজ / বর্তমান বার্তা ডট কম / ১২ মার্চ ২০১৫ / সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিনের সাংবাদিক নূরুজ্জামান মোল্লাকে গুলি করে হত্যার চেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সোনারগাঁ রিপোর্টার্স ক্লাব, সোনারগাঁ প্রেসক্লাব ও সোনারগাঁ উপজেলা প্রেসক্লাব, বন্দর, রূপগঞ্জ, আড়াইহাজার, সিদ্ধিরগঞ্জসহ জেলার বিভিন্ন থানার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ।
এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আল-আমিন তুষার, সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনি, বর্তমান বার্তা ডট কমের সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম সিরাজসহ বক্তারা ৭ দিনের আল্টিমেটাম বেধে দেন । এ সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার না করা হলে জেলার সব সাংবাদিকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাব এডিটরস কাউন্সিলের সাবেক দপ্তর সম্পাদক ও সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা এম এম সালাহউদ্দিন, সাংবাদিক আবু বকর সিদ্দিক, হাসান মাহমুদ রিপন, হাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, শাহ্জালাল, হাবিবুর রহমান, শওকত ওসমান সরকার রিপন, ফারুক হাসান, আক্তার হোসেন, সামছুল আলম তুহিন, সনমান্দি ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, যুবলীগ নেতা মাসুম চৌধুরী, সামসুজ্জামান সামসু, আমির হোসেন আমু, আশ্রাফ, থানা ছাত্রলীগের সভাপতি রাসেল মাহমুদ, থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান দুলাল প্রমুখ।
উল্লেখ্য, সংবাদ প্রকাশের জের ধরে গত ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে বন্দরের কুখ্যাত ডাকাত রফিকের নাতি সন্ত্রাসী তুহিন, আফজাল, রুবেল, মামুন, রাসেল ও ইসমাঈল বাহিনী সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মানবজমিন পত্রিকার সাংবাদিক নূরুজ্জামান মোল্লাকে হত্যার চেষ্টা চালায় এবং এলোপাথারি পিটিয়ে হাত ভেঙ্গে গুরুতর আহত করে। পরে গত ১০ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় পুনরায় ওই সন্ত্রাসীরা সাংবাদিক নূরুজ্জামানকে গুলি করে হত্যার চেষ্টা করে। এসময় এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় গত বুধবার সাংবাদিকরা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করে।

Post a Comment
Facebook Disqus