/বর্তমান বার্তা ডট কম / ০১  মার্চ ২০১৫ /
নারায়ণগঞ্জের সোনারগাঁ মেঘনা শিল্পনগরী এলাকায় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রে । গতকাল রোববার সকাল ৯টার দিকে  বৈদ্যুতিক সকসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, চায়নাদের মালামাল রাখার কন্টিনে বিদ্যুৎ শর্ সার্ট থেকে  আগুন লেগে যায়। এসময় কম্পানির লোকজন ্েসে আগুন নেবান। তবে আগুনে পোড়ে কোনো ক্ষখতি হয়নাই বলে জানা গেছে।
এঘটনায় থানায়  কোনো অভিযোগ দায়ের করা হবে না বলেও জানা যায়।



Post a Comment

Disqus