| সড়ক দুর্ঘটনয় শ্রমিক নিহত, পুলিশ শ্রমিক সংঘর্ষ |
বর্তমান বার্তা ডট কম / ২৮ মার্চ ২০১৫ / ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণঞ্জের সোনারগাঁ উপজেলার টিপদী এলাকায় শনিবার সকাল ৮টার দিকে সড়ক পারাপার সময় বাস চাপায় পোশাক কারখানার এক শ্রমিক নিহত হওয়ার ঘটনায়কে কেন্দ্র করে মহাসড়কে অবরোধ করে রেখেছে বিক্ষুব্দ শ্রমিকরা। এ সময় শ্রমিকরা অর্ধশতাধিক যানবাহন ভাংচূর ও স্বদেশ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে। পুলিশ বিক্ষুব্দ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা কালে শ্রমিকদের সাথে পুলিশের কয়েকদফা সংঘর্ষ হয়। এতে কমপক্ষে প্রায় ২০ জন শ্রমিক আহত হয়েছে। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুই ঘন্টা বন্ধ থাকে এবং ১০/১৫ কিলোমিটার এলাকা তীব্র যানজটের সুষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী পুলিশ ও সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮ টার দিকে আমান মিয়া নামের এক শ্রমিক টিপদী এলাকার চৈতি গ্রুপে কাজে যোগদার করতে আসার সময় রাস্তা পাড় হতে গিয়ে বাস চাপায় ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে কাচপুর হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে চৈতি গ্রুপের শ্রমিকরা বাস চাপায় নিহত হওয়ার খবর জানতে পেরে রাস্তায় এস যানবাহন ভাংচূর শুরু করে। এসময় বিক্ষুব্দ শ্রমিকরা স্বদেশ পরিবহন, আরটিভি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধির একটি মটর বাইকসহ ৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনা ২০জনের মতো আহত হয়। আহতদেরকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বেলা ১১ টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহত আমান বরিশালের নালসিটি কাশদেব পুর গ্রামের কেরামতের ছেলে।
Post a Comment
Facebook Disqus