বর্তমান বার্তা ডট কম / ০৯ মার্চ ২০১৫ / মোনা লিসা। বিশ্বখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি’র বিশ্বখ্যাত চিত্রকর্ম। ছবিতে মোনা লিসা’র রহস্যময় হাসি বিশ্বজুড়ে দর্শকনন্দিত হয়ে আসছে যুগ যুগ ধরে। ধারণা করা হয়, বিখ্যাত এই ছবিটি মোনা লিসার দ্বিতীয় পুত্র সন্তান জন্মগ্রহণ স্মরণে অঙ্কিত হয়। অনেক শিল্প-গবেষক রহস্যময় হাসির এই নারীকে ফ্লোরেন্টাইনের বণিক ফ্রান্সিসকো দ্য গিওকন্ডোর স্ত্রী লিসা গেরাদিনি বলে সনাক্ত করেছেন। শিল্পকর্মটি ফ্রান্সের ল্যুভর জাদুঘরে সংরক্ষিত আছে।লিওনার্দো দ্য ভিঞ্চি ইতালির ফ্লোরেন্সে ১৫০৩ অথবা ১৫০৪ সালে মোনা লিসা’র কাজ শুরু করেন। ল্যুভরের বর্ণনা মতে, সন্দেহাতীতভাবে এটা ১৫০৩ থেকে ১৫০৬ এর মধ্যে অাঁকা হয়েছে। কিন্তু শিল্প ঐতিহাসিক মার্টিন কেম্প বলেন, ‘এর সঠিক সময়কাল নির্ধারণ করায় কিছু সমস্যা আছে’। লিওনার্দোর সমসাময়িক জর্জিও ভাসারি বর্ণনায়, ‘চার বছর টেনে নিয়ে যাওয়ার পর তিনি এটা অসমাপ্ত রেখে দেন’।
১৫১৬ সালে রাজা প্রথম ফ্রাসোয়াঁ কাজ করার জন্য রাজপ্রাসাদের কাছেই ক্লস ল্যুসে লিওনার্দোকে আমন্ত্রণ জানান। এটা বিশ্বাস করা হয় যে, তিনি এসময় মোনা লিসাকে সাথে নিয়ে যান এবং তার ফ্রান্স চলে যাওয়া পর্যন্ত কাজ করতে থাকেন। ঐতিহাসিক কারমেন সি. বামবেচের মতে, সম্ভবত ১৫১৬ কিংবা ১৫১৭ সাল পর্যন্ত ভিঞ্চি এর পরিমার্জন কাজ অব্যাহত রাখেন।
লিওনার্দো দ্য ভিঞ্চির মৃত্যুর পর, তাঁর শিষ্য ও সহকারী সালাই তাঁর অন্যান্য কাজের সাথে মোনা লিসাও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। রাজা চার হাজার মুদ্রা দিয়ে ছবিটি কেনেন এবং ফন্টেইনব্লু প্রাসাদে স্থাপন করেন। পরবর্তীতে রাজা চতুর্দশ লুই ভার্সাই প্রাসাদে চিত্রকর্মটি স্থানান্তর করেন। এর পূর্ব পর্যন্ত মোনা লিসা ফন্টেইনব্লু প্রাসাদেই ছিল।
ফরাসি বিপ্লবের পর এটা ল্যুভর মিউজিয়ামে সরিয়ে নেয়া হয়। অবশ্য কিছুদিনের জন্য ছবিটি সম্রাট নেপোলিয়নের বেডরুমে ছিল। ১৮৭০-১৮৭১ সালে ফ্রান্স-পারস্য যুদ্ধের সময় ছবিটি ল্যুভর থেকে সরিয়ে ব্রেস্ট আর্সেনালে সরিয়ে নেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিরাপত্তাজনিত কারনে ছবিটি ল্যুভর থেকে সরিয়ে বেশ কয়েক জায়গায় সংরক্ষণ করা হয়।
মোনা লিসা নামের এই বিখ্যাত চিত্রকর্মটি এখন ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা আছে।
লিওনার্দো দ্য ভিঞ্চির মৃত্যুর পর, তাঁর শিষ্য ও সহকারী সালাই তাঁর অন্যান্য কাজের সাথে মোনা লিসাও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন। রাজা চার হাজার মুদ্রা দিয়ে ছবিটি কেনেন এবং ফন্টেইনব্লু প্রাসাদে স্থাপন করেন। পরবর্তীতে রাজা চতুর্দশ লুই ভার্সাই প্রাসাদে চিত্রকর্মটি স্থানান্তর করেন। এর পূর্ব পর্যন্ত মোনা লিসা ফন্টেইনব্লু প্রাসাদেই ছিল।
ফরাসি বিপ্লবের পর এটা ল্যুভর মিউজিয়ামে সরিয়ে নেয়া হয়। অবশ্য কিছুদিনের জন্য ছবিটি সম্রাট নেপোলিয়নের বেডরুমে ছিল। ১৮৭০-১৮৭১ সালে ফ্রান্স-পারস্য যুদ্ধের সময় ছবিটি ল্যুভর থেকে সরিয়ে ব্রেস্ট আর্সেনালে সরিয়ে নেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিরাপত্তাজনিত কারনে ছবিটি ল্যুভর থেকে সরিয়ে বেশ কয়েক জায়গায় সংরক্ষণ করা হয়।
মোনা লিসা নামের এই বিখ্যাত চিত্রকর্মটি এখন ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা আছে।
Post a Comment
Facebook Disqus