বর্তমান বার্তা ডট কম / ১২ মার্চ ২০১৫ / ভালবাসা না থাকলে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। সে ভালবাসা হল মা-বাবার সাথে, ভাইবোনের সাথে, আত্মীয়-স্বজন এর সাথে, এভাবে আসে-পাশের সকলের সাথে। কিন্তু যখন একজন ছেলে ও মেয়ের মধ্যে ভালবাসার সৃষ্টি হয়, তখনি শুরু হয় নানা প্রকার বিড়ম্বনা। সময়ের অপচয়ের তো কোন অভাবই থাকে না। ভাবছেন, কিভাবে সময়ের অপচয়? জেনে নিন-
১. নিজের জন্য কোন সময় নেই:
আপনার সেই বিশেষ ব্যাক্তিকে ঘিরেই আপনার সম্পূর্ণ পৃথিবী তৈরি হয়। তার ইচ্ছা-অনিচ্ছা নিয়েই আপনি সারাক্ষণ চিন্তিত। কিন্তু আপনার নিজের মন ইচ্ছা, স্বপ্ন এসব কোথায় হারিয়ে গেল। নিজের ব্যাপারে চিন্তা করা স্বার্থপরের লক্ষণ নয়, বাস্তবিকতার লক্ষণ।
২. সারাক্ষণ ফোনের সাথে লেগে থাকেন:
হিসাব করে দেখেন কত সময় আপনি আপনার ফোনের সাথে সংযুক্ত, হিসাব করে দেখুন। প্রথম প্রথম সারাক্ষণই বার্তা আদান-প্রদান চলতে থাকে। একবার চিন্তা করে দেখেন ওই সময়ের মাঝে আপনি কতগুলো বই পড়তে পারতেন, কত যায়গায় ঘুরতে পারতেন। বার্তা আসলেই আপনি খুশি হয়ে যান, আবার বার্তা না আসলেই মন খারাপ হয়ে যায়। এর মানে আপনার পৃথিবী এখন আপনার মোবাইল।
৩. আপনি সবসময় বিভ্রান্ত থাকেন:
তার প্রতিটি কোথা নিয়ে আপনি বিভ্রান্তিতে থাকেন। তার একটি কথার বিভিন্ন অর্থ খুঁজে বের করেন। তার কোন কথারই সঠিক অর্থ আপনি বুঝতে পারেন না। সারাদিন সে চিন্তায় আপনার ঘুম, খাওয়া সব শেষ। তাহলে সময়ের অপচয় এর সাথে সাথে আর কি কি সমস্যায় আছেন, অবশ্যই হয়ত বুঝতে পেড়েছেন।
৪. আপনার আচরণে পরিবর্তন আসে:
তার পছন্দের খাবার আপনারও ভালো লাগে। তাদের পছন্দের কাপড় পরিধান করেন। আপনি তাদের সামনে ভিন্ন রকম আচরণ করেন, যাতে তারা আপনাকে তাদের মনের মত মনে করতে পারেন। আপনি তাদের জন্য ত্যাগ করতেও প্রস্তুত। কিন্তু কেন? আপনি যেমন আছেন, তাদের সামনে তেমনি থাকুন। এতে সত্যিকারের ভালবাসা প্রকাশ পাবে।
৫. আপনি সবসময় অপেক্ষায় থাকেন:
ফোন আসার অপেক্ষা, বার্তা আসার অপেক্ষা, তারিখের অপেক্ষা, সময়ের অপেক্ষা ইত্যাদি। অপেক্ষার আর শেষ নেই। একবার চিন্তা করে দেখেছেন? সম্পরকের আগে ও পরের মধ্যের এই পার্থক্যকে। এটি সময়ের অপচয় ছাড়া আর কি হতে পারে।
৬. বন্ধুদের জন্য সময় নেই:
বন্ধুরা এখন আর আপনার জন্য কিছুই নয়। আপনার জীবনে তাদের কোন অস্তিত্ব নেই। কিন্তু, জীবনের সকল মুহূর্তে তাদের অস্তিত্ব বিদ্যামান।
৭. নিজের পরিচয় পরিবর্তন:
আপনি এখন কারও প্রেমিক বা প্রেমিকা নামেই বেশী পরিচিত। আপনি যে এখন আর একা নন, এটা সকলের হাস্যরসের ব্যাপার।
সবাই ভালবাসা পেতে চায়, তবে সত্যিকারের ভালবাসা কয়জনের জীবনে আসে এর কোন চুক্তিপত্র নেই। তবে প্রথম প্রথম ভালবাসায় সকলের কম-বেশি সময় অবশ্যই অপচয় হয়।–সূত্র: ইন্ডিয়া টাইম্স।
Post a Comment
Facebook Disqus