cartoon_13541946324349


বর্তমান বার্তা ডট কম / ১৩ মার্চ ২০১৫ / ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার ক্রিকেট দ্বন্দ্বের কথা কারওই নিশ্চয়ই অজানা নয়। আর ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ১৫ রানে জয় পাওয়ার পর যেন, বাংলাদেশের পক্ষ নিয়েই সেই লড়াইটা ধরে রাখলো দেশটি। আর এই ক্ষেত্রে সবচেয়ে ভড় ভূমিকা রাখছে অস্ট্রেলিয়ান গণমাধ্যম।
সিডনি হেরাল্ড মর্নিংয়ের সাংবাদিক ক্রিস ব্যারেট পেসার রুবেল হোসেনকে, বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা নায়ক হিসেবে ঘোষণা করে করে দিয়েছেন। একই সাথে সকল ধরণের মামলা থেকে তাকে মুক্তি দেয়ার পক্ষেও কথা বলেছেন।
কম যায়না, আরেক শীর্ষস্থানীয় দৈনিক হেরাল্ড সানও। তারা মন্তব্যধর্মী এক কলামে লিখেছে, ‘ইংল্যান্ড আবারও হারলো – এই কথাটা যেন কখনওই পুরনো হবার নয়!’ বাংলাদেশের প্রসঙ্গে লিখেছে, ‘১৫ কোটি মানুষের ছোট্ট এই দেশটার জন্য নি:সন্দেহে এটা বড় এক অর্জন।’

Post a Comment

Disqus