একজন ক্রিকেটারের বাৎসরিক আয় ৬০ লাখ টাকা
স্টাফ রিপোর্টার/ বর্তমান বার্তা ডট কম / ০২ মার্চ ২০১৫/  বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় বছরে ৫০ থেকে ৬০ লাখ টাকা আয় করেন। মাসিক বেতন, আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচ ফি অনুযায়ী এই টাকা বিসিবির মাধ্যমে ক্রিকেটাররা পেয়ে থাকেন বলে সংসদে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী বীরেন শিকদার।
আজ সোমবার বিকেলে জাতীয় সংসদে মোরশেদ আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এর মাধ্যমে আয়োজিত বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ প্রাপ্ত অর্থ এবং স্থানীয় মিডিয়া রাইটস ও টিম স্পন্সরসহ অন্যান্য স্পন্সরের কাছ থেকে অর্জিত অর্থ দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সার্বিক কার্যক্রম পরিচালিত হয়।
মন্ত্রী জানান, বর্তমানে বিসিবির ১৪ জন চুক্তিবদ্ধ খেলোয়াড় রয়েছেন। এদের মাসিক বেতন ‘এ+’ গ্রেডে ২ লাখ টাকা। এই ক্যাটাগরিতে রয়েছেন ৪ জন। ‘এ’ গ্রেডের বেতন ১ লাখ ৭০ হাজার। এই ক্যাটাগরিতে ১ জন। ‘বি’ গ্রেডের বেতন ১ লাখ ২০ হাজার, এতে আছেন ৩ জন। ‘সি’ গ্রেডের বেতন ৯০ হাজার করে পান ৩ জন। এছাড়া ‘ডি’ গ্রেডে ৩ জন পান ৬০ হাজার টাকার বেতন।
মন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ বাবদ জাতীয় দলের ক্রিকেটারদের বোর্ড থেকে ম্যাচ ফি দেওয়া হয়। ওই ম্যাচ ফির হার টেস্ট ম্যাচে ২ লাখ, একদিনের ম্যাচে ১ লাখ এবং টি-২০ ম্যাচে ৭৫ হাজার টাকা।
এছাড়া বোর্ডের তত্ত্বাবধানে আয়োজিত প্রথম শ্রেণীর (লংগার ভার্সন) জাতীয় লীগে অংশগ্রহণ বাবদ প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ প্রতি ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা ম্যাচ ফি দেওয়া হয়।


Post a Comment

Disqus