top_sofiya_vargan-1426677749
বর্তমান বার্তা ডট কম / ১৯ মার্চ ২০১৫ / আগ থেকেই ঠিক করা আছে, হলিউড অভিনেত্রী সোফিয়া ভার্গারার বর। জানা গেছে, এ অভিনেত্রীর বাগদত্তা অভিনেতা জো ম্যানগানিয়ালোর সঙ্গেই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন তিনি। অবশেষে চূড়ান্ত হয়েছে হলিউড অভিনেত্রী সোফিয়া ভার্গারার বিয়ের দিন-তারিখ! তবে এখনও তা গোপন রেখেছেন এ অভিনেত্রী। এ বিষয়ে ভার্গার অভিমত, বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে।‘দ্য চিফ’ খ্যাত অভিনেত্রী বলেছেন তার জনপ্রিয় টিভি শো মর্ডান ফ্যামিলি প্লেফেস্টে ২০১৫তে যাচ্ছে। আর যখন এই উৎসব হবে সেটাই তার বিয়ের সঠিক সময়। ই! অন লাইনের বরাত দিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে।
এই ৪২ বছর বয়সি অভিনেত্রী আরো বলেছেন, তিনি বিয়ে করতে যাচ্ছেন ৩৮ বছর বয়সি ম্যাজিক মাইক অভিনেতা জো’কে। এটাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। সে কারণেই তিনি চাইছেন সব কিছু ঠিকঠাক ভাবেই হোক।
দেখুন : সোফিয়া ভার্গারা ও জো ম্যানগানিয়ালোর ডেটিং

Post a Comment

Disqus