আলিয়ার শৈশবের ক্রাশ
বাদল / বর্তমান বার্তা ডট কম  / ১১ মার্চ ২০১৫ /বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের অভিনয় প্রতিভা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে এই অভিনেত্রী যে একটি কথা খুব গোপন করে রেখেছিলেন তা হয়তো অনেকেই জানেন না।
বলিউডের এই অভিনেত্রী সম্প্রতি স্বীকার করেন, শৈশবে শহীদ কাপুরের প্রতি তার বিশেষ এক ধরনের ভালোলাগা কাজ করত। এক কথায় শহীদের প্রতি ‘চাইল্ডহুড ক্রাশ’ ছিল আলিয়ার।

আলিয়া বলেন, আমার যখন ১০ বছর বয়স ছিল, তখন শহীদের ‘ইশক ভিশক’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। আর সে সময় শহীদের মত এত দারুণ একজন অভিনেতা আমার বয়সী একজন মেয়েকে মুগ্ধ করে ফেলার মতই ছিল।

‘শান্দার’ সিনেমায় অবশ্য আলিয়া তার শৈশবের ভালো লাগার মানুষটির সঙ্গেই অভিনয়ের সুযোগ পেয়েছেন। দুইজনে নাকি বেশ মজা করেই সিনেমার শুটিং করেছেন।


Post a Comment

Disqus