বর্তমান বার্তা ডট কম / ২৭ মার্চ ২০১৫ / নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে পূণ্যস্নানে পদদলিত হয়ে নিহতদের প্রত্যেককে ২৫হাজার টাকা করে অনুদান দিয়েছে জেলা প্রশাসন। এদিকে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
 
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে পুরাতন ব্রহ্মপুত্রের রাজঘাট ঘটনাস্থলে নিহতদের পরিবারের সদস্যদের হাতে জেলা প্রশাসক মো. আনিসুর রহমান এ অনুদান তুলে দেন। 
 
এসময় ঢাকা রেঞ্জের এডিআইজি শফিক আহমেদ, পুলিশ সুপার ড. মুহিদ উদ্দীন আহমেদ, স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিহতদের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হচ্ছে। 
 
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে পদদলিত হয়ে মাদারীপুরের নিতাই চন্দ্র দাশ (৬০) ও নকুল বিশ্বাস (৫৩), কুমিল্লা জেলার চান্দিনার রঞ্জিত মল্লিক (৪৮), দাউদকান্দির কানন সাহা (৫২), মেঘনা থানার তুলসী দেবনাথ (৫৫), রাজধানীর ধানমণ্ডি জিগাতলার ভগবতী দাশ (৪০), লালবাগের রাখি চন্দ্র দাশ (২৫), মানিকগঞ্জের মালতী দাশ (৬০), নোয়াখালীর কবিরহাটের ভানুমতি দাশ (৪০)  এবং সুচিত্রা সেনের (৪৮) মৃত্যু হয়। 
 
কয়েকজন পুণ্যার্থী অভিযোগ করেন, পুণ্যার্থীদের ভিড় সামলাতে ওই এলাকায় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক ছিলেন না। স্নানের সময় অনেকটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এ সময় পুণ্যার্থীরা পদদলিত হন।
 
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন, এছাড়াও লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সদস্য রিপন ভাওয়াল ১০ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
 
প্রতিবছরের মতো এবারও আজ শুক্রবার ভোর থেকে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমীস্নান শুরু হয়েছে। ব্রহ্মপুত্র নদে হাজারো পূণ্যার্থীর এ স্নান চলবে শনিবার ভোর পর্যন্ত। 
 
পূণ্যস্নান উপলক্ষে বৃহস্পতিবার থেকেই বন্দর থানার লাঙ্গলবন্দে হাজার হাজার পূণ্যার্থীর ঢল নামে। নিজেদের পাপ মোচনের জন্য প্রার্থনায় বিদেশ থেকেও অনেকে এসেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পুরাতন ব্রহ্মপুত্র নদে হাজারো পূণ্যার্থীর এ স্নান চলবে শনিবার ভোর পর্যন্ত। 



Post a Comment

Disqus