বর্তমান বার্তা ডট কম /১২ মার্চ ২০১৫ / জনপ্রিয় কণ্ঠশিল্পী ও একাধারে অভিনেতা তাহসান এবং অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এখন কক্সবাজারে অবস্থানকরছেন। তাদের উদ্দেশ্য হানিমুন। পাঠক বিস্মিত হওয়ার কিছু নেই, এটা বাস্তবে নয়। বিবাহ পরবর্তী জীবনে নব-দম্পতি যুগলের নানা রোম্যান্স নিয়ে নির্মিত হচ্ছে 'হানিমুন' নামক একটি নাটক। রচনা ও পরিচালনা করছেন রাজিব আহমেদ।
নাটকটি সম্পর্কে মেহজাবীন মুঠোফোনে বিডি টুয়েন্টিফোর লাইভকে জানান, ৬মার্চ থেকে কক্সবাজারের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হয়েছে। কাজ শেষ করে গতকাল ঢাকা ফিরে এসেছি সাথে পুরো হানিমুন টিম।
তিনি আরো বলেন, ‘এ নাটকে আমার বিপরীতে অভিনয় করছেন কণ্ঠশিল্পী তাহসান ভাই। এটা তার সাথে আমার দ্বিতীয় কাজ। এরআগে ‘রিটার্ন’ নামে একটি নাটকে দুজনে একসাথে অভিনয় করেছিলাম। হানিমুনে যাওয়া নতুন স্বামী-স্ত্রীকে নিয়ে এ নাটক। কক্সবাজারে যাবার পর নানা ঘটনা ঘটতে থাকে। বেশ চমৎকার গল্প। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
নাটকটি খুব শিগগরিই যে কোনো টিভিতে প্রচার হবে।
Post a Comment
Facebook Disqus