swine flu deaths
 


বর্তমান বার্তা ডট কম / ১৬ মার্চ ২০১৫ / সোয়াইন ফ্লুয়ে  ভারতে মৃত্যের সংখ্যা আরও বাড়ছে। এই রোগে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা ১৭০০ ছাড়িয়েছে বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ১৪ই মার্চ পর্যন্ত সোয়াইন ফ্লুয়ে প্রাণ হারিয়েছেন ১৭১০ জন। এবং এই রোগে আক্রান্তের সংখ্যা ২৯৫৫৮ জন।
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী দেখে নেওয়া যাক কোন রাজ্যে সোয়াইন ফ্লুয়ে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি এবং কত জন এইরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন-
   
রাজ্যমৃতের সংখ্যাআক্রান্তের সংখ্যা
গুজরাত৩৮২৬০৯৯
রাজস্থান৩৭৫৬১৭৯
মহারাষ্ট্র২৮৮৩৪০৭
মধ্যপ্রদেশ২৩৭১৮৬৬
দিল্লি১১৩৯৫৮
তেলেঙ্গানা৭২
পঞ্জাব৫১
কর্নাটক৭১
হরিয়ানা৪৫
পশ্চিমবঙ্গ১৯
উত্তরপ্রদেশ৩৫
জম্মু ও কাশ্মীর১৬
তামিলনাড়ু১৩
অন্ধ্রপ্রদেশ২০
ছত্তিশগড়১৪

উল্লেখ্য, ভারতে সোয়াইন ফ্লুর ছড়িয়ে পড়া নিয়ে সতর্কবার্তা জারি করেছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি। তাদের একটি গবেষণায় জানানো হয়েছে, ভারতে সোয়াইন ফ্লু ভাইরাস এইচওয়ানএনওয়ান-এর তুলনায় আরো গুরুতর ও মহামারীর আকার ধারণ করতে পারে।

Post a Comment

Disqus