বর্তমান বার্তা ডট কম / ১৬ মার্চ ২০১৫ / সোয়াইন ফ্লুয়ে ভারতে মৃত্যের সংখ্যা আরও বাড়ছে। এই রোগে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা ১৭০০ ছাড়িয়েছে বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ১৪ই মার্চ পর্যন্ত সোয়াইন ফ্লুয়ে প্রাণ হারিয়েছেন ১৭১০ জন। এবং এই রোগে আক্রান্তের সংখ্যা ২৯৫৫৮ জন।
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী দেখে নেওয়া যাক কোন রাজ্যে সোয়াইন ফ্লুয়ে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি এবং কত জন এইরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন-
| রাজ্য | মৃতের সংখ্যা | আক্রান্তের সংখ্যা |
| গুজরাত | ৩৮২ | ৬০৯৯ |
| রাজস্থান | ৩৭৫ | ৬১৭৯ |
| মহারাষ্ট্র | ২৮৮ | ৩৪০৭ |
| মধ্যপ্রদেশ | ২৩৭ | ১৮৬৬ |
| দিল্লি | ১১ | ৩৯৫৮ |
| তেলেঙ্গানা | ৭২ | |
| পঞ্জাব | ৫১ | |
| কর্নাটক | ৭১ | |
| হরিয়ানা | ৪৫ | |
| পশ্চিমবঙ্গ | ১৯ | |
| উত্তরপ্রদেশ | ৩৫ | |
| জম্মু ও কাশ্মীর | ১৬ | |
| তামিলনাড়ু | ১৩ | |
| অন্ধ্রপ্রদেশ | ২০ | |
| ছত্তিশগড় | ১৪ |
উল্লেখ্য, ভারতে সোয়াইন ফ্লুর ছড়িয়ে পড়া নিয়ে সতর্কবার্তা জারি করেছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি। তাদের একটি গবেষণায় জানানো হয়েছে, ভারতে সোয়াইন ফ্লু ভাইরাস এইচওয়ানএনওয়ান-এর তুলনায় আরো গুরুতর ও মহামারীর আকার ধারণ করতে পারে।
Post a Comment
Facebook Disqus