ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, বেশ কয়েকদিন ধরে সর্দি-কাশি আর হালকা জ্বর নিয়েই শুটিং করছিলেন সোনাম। শুটিং চলছিল ভারতের গুজরাত প্রদেশের রাজকোটে। সুরাজ বারজাতিয়ার পরিচালনায় সালমান খানের বিপরীতে ‘প্রেম রাতান ধান পায়ো’ সিনেমার কাজ করছিলেন তিনি। ভারতের যে অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি সোয়াইন ফ্লু সংক্রমণ ঘটেছে, তার মধ্যে গুজরাত অন্যতম।
এক পর্যায়ে রাজকোট হাসপাতালে ভর্তি হন সোনাম, সেখানেই সোয়াইন ফ্লু ধরা পড়ে তার। এরপর চিকিৎসার জন্য তাকে মুম্বাইয়ে পাঠানো হয়।
এদিকে সোনামের পাশাপাশি সোয়াইন ফ্লু ঝুঁকিতে রয়েছেন তার সহশিল্পী সালমান খান। তবে এখনও সালমানের অসুস্থতার খবর পাওয়া যায়নি।
চলতি বছর সোয়াইন ফ্লুর প্রকোপ দেখা দিয়েছে ভারতে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৯ হাজারেরও বেশি ভারতীয়। এর মধ্যে মারা গেছেন প্রায় এক হাজার।
Post a Comment
Facebook Disqus