বর্তমান বার্তা ডট কম / ২১ মার্চ ২০১৫ / ১৬ মার্চ থেকে শুরু হয়েছে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অবলা নারী: ওয়াও বেবি ওয়াও’ ছবির কাজ।
এই ছবিতে অভিনয় করছেন একজোড়া নবাগত নায়ক-নায়িকা। সবাই নতুন হলেও পুরনোরাও আছেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই নতুনদের বিরুদ্ধে মাঠে নেমেছন ঢাকাই ছবির পর্দা কাঁপানো পাঁচ ভিলেন। এই পাঁচ ভিলেন হচ্ছেন মিশা সওদাগর, ডন, ডিজে সোহেল, ড্যানীরাজ ও ওমরসানী।

সোহানুর রহমান সোহান বলেন, ‘আমার ছবিতে গল্পের প্রয়োজনেই একাধিক ভিলেন রেখেছি। গল্পের নানা বাঁকবদলে এই ভিলেনরা মুখ্য ভূমিকা পালন করবে।’
উল্লেখ্য প্রতিবাদী নারীর প্রেক্ষাপট নিয়ে নির্মিত এ ছবিতে প্রধান দুই নারী চরিত্রে অভিনয় করছেন নবাগত মারিয়া চৌধুরী ও তানিয়া বৃষ্টি। নায়ক হিসেবেও থাকছেন নবাগত তুর্কি ইমরান ও শ্রাবণ খান।

Post a Comment
Facebook Disqus