বাদল /বর্তমান বার্তা ডট কম / ০১ মার্চ ২০১৫ / হ্যাকাররা ব্যবহার করছিল এমন একটি বাগের জন্য নতুন সফটওয়্যার প্যাচ ইসু করেছে মাইক্রোসফট। উইন্ডোজ পিসির ওই বাগটির সুযোগ নিয়ে হ্যাকাররা মার্কিন সামরিক বাহিনী ও সরকারি নেটওয়ার্ক আক্রমণের পরিকল্পনা করছিল।
বিবিসি জানিয়েছে, উইন্ডোজ পিসির ওই নিরাপত্তা ত্রুটির সুযোগ নেওয়ার জন্য বিভিন্ন সাইটে ম্যালওয়্যার ছড়িয়ে দিয়েছিল হ্যাকাররা। উইন্ডোজ পিসি থেকে ওই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করলেই বাগটির সুযোগ নিয়ে ম্যালওয়্যারগুলোর মাধ্যমে পিসিগুলো থেকে ডেটা চুরি করতো হ্যাকাররা।
উইন্ডাজ পিসির ওই বাগের কারণে ‘সাইবার এসপিওনাজ’-এর ব্যবসা বাণিজ্যভিত্তিক মার্কিন ম্যাগাজিন ফোর্বস। এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হ্যাকাররা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কম্পিউটার নেটওয়ার্কেও আক্রমণ চালানোর ও ডেটা চুরির চেষ্টা চালিয়েছিল।
হ্যাকার দলটিকে ইতোমধ্যেই সনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানান সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘আইসাইট পার্টনার’-এর কর্মী জন হাল্টকুইস্ট। এই ঘটনার সঙ্গে চীনের একদল হ্যাকার জড়িত ছিল বলে জানিয়েছেন তিনি।
উইন্ডাজ পিসির ওই বাগের কারণে ‘সাইবার এসপিওনাজ’-এর ব্যবসা বাণিজ্যভিত্তিক মার্কিন ম্যাগাজিন ফোর্বস। এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হ্যাকাররা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কম্পিউটার নেটওয়ার্কেও আক্রমণ চালানোর ও ডেটা চুরির চেষ্টা চালিয়েছিল।
হ্যাকার দলটিকে ইতোমধ্যেই সনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানান সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘আইসাইট পার্টনার’-এর কর্মী জন হাল্টকুইস্ট। এই ঘটনার সঙ্গে চীনের একদল হ্যাকার জড়িত ছিল বলে জানিয়েছেন তিনি।
Post a Comment
Facebook Disqus