সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

জাকির হোসেন জন্টু /বর্তমান বার্তা ডট কম / ০ফেব্রুয়ারি ২০১৫ / নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পেচাইন এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের পাশ থেকে গতকাল রবিবার অজ্ঞাত (৪০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোন এক সময় দুর্বৃত্ত্বরা এশিয়ান হাইওয়ের পার্শ্বে ওই ব্যাক্তিকে হত্যা করে ফেলে রেখে যেতে পারে। নিহতে নাক, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে ছিল কালো ফুল প্যান্ট, ফুল হাতা ডোরা শার্ট ও জুতা।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে তাকে অজ্ঞাত কারনে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Post a Comment

Disqus