সমুদ্রে সার্ফিংয়ে ‘তাহসান’
বর্তমান বার্তা কম / ১৫ মার্চ ২০১৫ / 
গায়ক থেকে নায়ক হয়ে গেছেন ইতোমধ্যেই। এবার তিনি সমুদ্র বালক। ৬ মার্চ কক্সবাজার সমুদ্র সৈকতে সত্যি সত্যি সার্ফার হয়ে গেলেন জনপ্রিয় এই গায়ক-অভিনেতা।
জানা গেছে, কক্সবাজারে হানিমুন নামের একটি নাটকের কাজে গেছেন তাহসান। এটি লিখেছেন ও পরিচালনা করেন রাজীব আহমেদ। এতে তার সহশিল্পী মেহজাবিন। কাজের ফাঁকে সার্ফিং করে বেড়ালেন তিনি।
এবারই প্রথম সমুদ্রে সার্ফিং করলেন তাহসান। সে অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘প্রথমবার সার্ফিং করলাম। এজন্য সার্ফার জাফর আলমের কাছে প্রশিক্ষণ নিয়েছি। এই অনুভূতি অসাধারণ। শুরুর দিকে ভয় লাগলেও এখন মনে হচ্ছে, আবার কবে সার্ফিংয়ে নামবো!’


Post a Comment

Disqus