বর্তমান বার্তা ডট কম / ২৬ এপ্রিল ২০১৫ / প্রথমবারের মতো ভারতের টাইমস গ্রুপের ২০ জন জন বাঙালির আবেদনময়ী নারীর তালিকায় নিজের স্থান করে নিয়েছেন। বাংলাদেশের আকর্ষণীয় অভিনেত্রী জয়া আহসান। আবেদনময়ীএই তালিকায় জয়া ১৯ নম্বরে রয়েছেন বলে জানা যায়। এতে আরো জানানো হয়েছে,তিনি দুই বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী।
‘চোরাবালি’ খ্যাত জয়া টলিউডে যাত্রা শুরু করেন অরিন্দম শীলের ‘আর্বত’ সিনেমার মধ্য দিয়ে।এরপর টলিউডের একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন। এর মধ্যে ‘রাজকাহিনী’ ছবিতে জয়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
প্রকাশিত তালিকায় জয়া আহসানের সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়েছে, দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রীর দক্ষতা প্রমাণ করে দেয় তিনি অসাধারণ অভিনেত্রী।
এবারের কলকাতার সেরা বিশ আবেদনময়ীরা হলেন, পাওলি দাম, রাইমা সেন, কোয়েল মল্লিক, স্বস্তিকা মুখার্জি, পর্ণো মিত্র, মিমি চক্রবর্তী, সোহিনি সরকার, ত্রিধা চৌধুরী, পায়েল সরকার, নুসরাত জাহান, রিয়া সেন, তনুশ্রী চক্রবর্তী, অর্পিতা, শ্রাবন্তি, সোনাল রিহানি, শুভশ্রী গাঙ্গুলি, ঋতুপর্ণা সেনগুপ্ত, সায়নী ঘোষ, জয়া আহসান এবং রোশনি ভট্টাচার্য

Post a Comment
Facebook Disqus