বর্তমান বার্তা ডট কম / ৩০ এপ্রিল ২০১৫ /
বন্দর থেকে অপহরণ হওয়া কিশোর ফতুল্লা থেকে উদ্ধার করা হয়েছে। বন্দর থানা পুলিশ গত মঙ্গলবার রাতে কিশোর শাওন (১৪) কে ফতুল্লার বিসিক শিল্প নগরী থেকে উদ্ধার করে। মামার কাছ থেকে পাওনা টাকার জন্য কিশোর শাওনকে অপহরণ করা হয়েছিল বলে পুলিশ জানান। এ ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো আলাফত(১৯), রাকিব (১৮), আঃ কাদির (১৯), সাদ্দাম (১৮) ও হৃদয় (১৮)। এ ব্যপারে বন্দর থানায় মামলা হয়েছে। মামলা নং ৩৩(৪)১৫।

বন্দর থানার দারোগা আবু তালেব জানান, অপহরণকারী সাদ্দামের ভগ্নিপতি সালেক আহাম্মেদের সাথে অপহৃত শাওনের মামা পারভেজের হোসিয়ারী ব্যবসা ছিল। ব্যবসায় মুনাফা না হওয়ায় পারভেজ ব্যবসা থেকে সরে আসে। এ ব্যবসা নিয়ে উবয়ের মধ্যে লেনদেনের জটিলাতা থাকায় গত ২৭ এপ্রিল রাতে সাদ্দাম ও তার বন্ধুদের নিয়ে বন্দরের রূপালী আবাসিক এলাকায় আমজাদ মিয়ার ভাড়া বাড়িতে এস পারভেজকে না পেয়ে এ বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিন মিয়ার ছেলে পারভেজের ভাগিনা শাওনকে অপহরণ করে নিয়ে যায়। তারা শাওনকে আটক রেখে পারভেজের কাছে টাকা দাবি করে। অন্যথায় শাওনকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। এ ঘটনায় বন্দর থানায় মামলা হলে পুলিশ ফতুল্লার বিসিক এলাকায় অভিযান চালিয়ে দেওভোগ এলাকার হাবিবুর রহমানের ছেলে আলাফাত, তোফাজ্জল মিয়ার ছেলে রাকিব, গলাচিপা এলাকার আবু বক্কর সিদ্দিক মিয়ার ছেলে আঃ কাদির ও মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ি থানার কলমা গ্রামের হারুন মিয়ার ছেলে সাদ্দাম এবং সেলিম মিয়ার ছেলে হৃদয়কে গ্রেফতার করে এবং কিশোর শাওনকে উদ্ধার করে। গতকাল বুধবার পুলিশ গ্রেফতারকৃত ৫ জনকে মামলায় ও কিশোর শাওনকে ২২ ধারায় আদালতে হাজির করে।

Post a Comment

Disqus