মোঃ জাহজালাল / বর্তমান বার্তা ডট কম/ ০১.০৪.২০১৫/ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নে ৪২নং কুমারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল হকের বিরুদ্ধে শিশু শ্রেণির তানভীর নামের এক প্রতিবন্ধী ছাত্রকে গত সোমবার পিটিয়ে অজ্ঞান করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
কুমারচর গ্রামের দরিদ্র কৃষক কামাল হোসেনের প্রতিবন্ধী শিশু তানভির আহম্মেদ (৮) বেলা সকাল ১১ টায় বিদ্যালয়ের অন্য ছাত্র সঙ্গে খেলাধুলা করার সময় স্কুলের প্রধান শিক্ষক সামসুল হক প্রতিবন্ধী শিশুর বিরুদ্ধে দুষ্টুমির অভিযোগ এনে বেদম বেত্রাঘাত করে। এ্সময় তার চিৎকারে অন্যান্য শিক্ষকরা এসে দেখে শিশুটি কাতরাচ্ছে। খবর পেয়ে তানভিরের মা রোকছানা বেগম বিদ্যালয়ে এসে তানভিরকে দেখে কান্নায় ভেঙ্গে পড়েন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরও তিন ছাত্র ৩য় শ্রেনির ছাত্র বাপ্পি, ৫ম শ্রেনির ছাত্র সাদেক ও হৃদয়কে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।
সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারি শিক্ষা কর্মকর্তা তাছলিমা আক্তা ১৬ মার্চ ওই বিদ্যালয়ে ভিজিটে আসলে সামসুল হক অনাকাংখিত ভুলের জন্য ক্ষমা চান । পরে মুচলেকার মাধ্যমে ক্ষমা পান।
এ ঘটনায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির জমিদাতা সদস্য সামছুল আলম ভূইয়া, , সাবেক সহ সভাপতি ওবায়দুল হক ভূইয়া ও অভিভাবক সদস্য তাইজুল ইসলাম জানান, গত কয়েক দিন পূর্বে প্রধান শিক্ষক আমাদের স্কুলে এসে কয়েকটি অঘটন ঘটিয়েছে। সে একজন শিক্ষক নামের কলংক। আমরা তার বিরুদ্ধে শিক্ষা অফিসারের বরাবর দরখাস্ত দিব। এসময় স্থানীয় সাবেক মেম্বার আফাজ উদ্দীন ও অভিভাবকসহ এলাকার গন্যমান্য অভিযুক্ত শিক্ষক সামসুল হকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে এবং তার দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।
সূত্রে আরও জানা যায়, শিক্ষক সামসুল হকের বিরুদ্ধে কাজলি নামের এক সহকারী শিক্ষিকাকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগরিকা নাসরিনের সুপারিশে সামছুল হককে শাস্তিস্বরুপ উপজেলার দুর্গম চরাঞ্চল বারদী ইউপির ৩৫নং নুনেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী করা হয়। ওই প্রধান শিক্ষক সামছুল হকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ঘোষিত পহেলা জানুয়ারী বই উৎসবকে অবজ্ঞা করে এবং উপজেলা শিক্ষা অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটিকে না জানিয়ে গত ৩১শে ডিসেম্বর বুধবার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। এঘটনায় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তোলপাড় সৃষ্টি হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার আ ফ ম জাহিদ ইকবাল জানান, নানা অপরাধে অভিযুক্ত প্রধান শিক্ষক সামছুল হকের বিরুদ্ধে পূর্বের স্কুলে থাকাবস্থায় বিভাগীয় মামলাসহ শাস্তিমূলক বদলী করা হয়েছে ৪২নং কুমারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। প্রতিবন্ধী শিশু তানভির আহম্মেদকে বেদম বেত্রাঘাত করে আহত করার ঘটনার বিষয়ে জানতে তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্ঠা করেও তাকে পাওয়া যায়নি।
Post a Comment
Facebook Disqus