dhaka university

স্টাফ রিপোর্টার /বর্তমান বার্তা / ১৮ এপ্রিল ২০১৫/ বর্ষবরণ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীদের ওপর যৌন নিপীড়নের ঘটনায় চিহ্নিত বখাটেদের ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অচিরেই তাদের নোংরা ছবি পত্রিকায় প্রকাশিত হবে। এই ঘটনা তদন্তে ডিএমপির অতিরিক্ত কমিশনার ইব্রাহিম ফাতেমীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। পুরো বিষয়টি নিয়ে শুক্রবার ডিএমপি সদর দপ্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও প্রক্টর এএম আমজাদের সঙ্গে বৈঠক করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।


এ ব্যাপারে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ঢাবি ক্যাম্পাসের ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত হচ্ছে। কারা, কী কারণে এই ঘটনায় সম্পৃক্ত তা বের করা হবে। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অভিযুক্তদের ব্যাপারে বিস্তারিত তথ্য চাওয়া হবে। এরই মধ্যে সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন যে মাত্রায় অভিযোগ করেছেন, ফুটেজে সে ধরনের কিছু পাওয়া যায়নি। তবে ঘটনা হালকাভাবে নেওয়া হয়নি। এ ব্যাপারে পুলিশ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো গাফিলতি থাকলে তদন্ত কমিটি খুঁজে বের করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এএম আমজাদ বলেন, এরই মধ্যে সিসিটিভির ফুটেজ দেখে কয়েকজন বখাটেকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে একজনকে মূল হোতা বলে মনে হচ্ছে। শ্মশ্রুমণ্ডিত ওই যুবকের চোখে চশমা ছিল। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে চিহ্নিতদের ছবি সাঁটানো হবে।

দায়িত্বশীল সূত্র জানায়, সিসিটিভির ফুটেজে এক যুবককে দেখা গেছে, যিনি খারাপ উদ্দেশ্য নিয়ে নারীদের আশপাশে ঘোরাঘুরি করছিলেন। একাধিকবার স্পটে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে তাকে মুখ্য ভূমিকা পালন করতে দেখা যায়। নববর্ষের ভিড়ে টিএসসি এলাকায় যেখানে বেশি সংখ্যক নারী ছিলেন সেখানেই তিনি এলোমেলো ঘুরতে থাকেন। নারী দর্শনার্থীদের সঙ্গে আসা কয়েকজন পুরুষ সহকর্মীকে ওই যুবক ও তার সাঙ্গপাঙ্গরা মারতে থাকেন। সিসিটিভির ফুটেজ থেকে ওই যুবকসহ কয়েকজন বখাটের স্থির ছবি নেওয়া হয়েছে। ১৩ এপ্রিল থেকে ঢাবি ক্যাম্পাসে স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্যান্য গাড়ি ঢুকতে নিষেধ ছিল। ক্যাম্পাস এলাকায় ভ্রাম্যমাণ দোকানপাটের ওপর কড়াকড়ি আরোপ করতেও বলা হয়। এসব বিষয় সঠিকভাবে পালন করা হয়েছে কি-না তা খতিয়ে দেখা হবে। এমনকি কোনো গ্রুপ বিষয়টি উদ্দেশ্যমূলভাবে অতিরঞ্জিত করেছে কি-না তাও তদন্ত কমিটিকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়।পুলিশের দায়িত্বশীল সূত্র বলছে, ঢাবি ক্যাম্পাসের ঘটনা খতিয়ে দেখতে অতিরিক্ত কমিশনার ইব্রাহিম ফাতেমীকে প্রধান করে গঠিত তিন সদস্যের কমিটির অন্য দু’জন হলেন_ জয়েন্ট কমিশনার ওয়াই এম বেলালুর রহমান ও ডিবির ডিসি (পূর্ব) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর।

পুলিশের একজন কর্মকর্তা জানান, গণমাধ্যমে ছবি প্রকাশ পেলে হয়তো অনেকে স্বতঃস্ফূর্তভাবে তাদের ধরিয়ে দিতে সহায়তা করবে। প্রয়োজনে তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করা হবে।ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দী জানান, মঙ্গলবার টিএসসি এলাকায় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত একদল যুবক কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে নারীদের লাঞ্ছিত করে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ জানার পরও আমলে নেয়নি। ক্যাম্পাসে যৌন নিপীড়নের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। ঘটনা তদন্ত করে ১৭ মের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ মহাপরিদর্শক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশ দেওয়া হয়।

Post a Comment

Disqus