বর্বতমান বার্তা ডট কম / ১৮ এপ্রিল ২০১৫ / বলিউড অভিনেতা ঋষি কাপুর ও অভিষেক বচ্চন অভিনীত ও উমেশ শুক্লা পরিচালিত ‘অল ইজ ওয়েল’ সিনেমাটি মুক্তির দিন ঘোষণা হয়েছে।
‘অল ইজ ওয়েল’ সিনেমাটিতে প্রথমবারের মত ঋষি কাপুর ও অভিষেক বচ্চন বাবা ও ছেলের ভূমিকায় অভিনয় করছেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সুপ্রিয়া পাঠক শাহ এবং অসিন।
‘অল ইজ ওয়েল’ সিনেমাটি পারিবারিক ড্রামা ধাঁচের একটি সিনেমা। সিনেমাটি আগামী ২১ আগস্ট মুক্তি পাবে।

Post a Comment
Facebook Disqus