হীরালাল বাদশা/ বর্তমান বার্তা ডট কম/ ২২এপ্রিল ২০১৫ / সনমান্দি হাসান খাঁন উচ্চবিদ্যালয় পরিচালনা পরিষদ কমিটির নির্বাচন  উৎসব মুখর পরিবেশে আজ বুধবার সকাল ১০ টা থেকে ভোটারদেরর ভোট গ্রহন চলছে । নির্বাচনে প্রতিদ্বদীতা  করবেন ৬জন প্রার্থী।
তারা হলেন, ওফায়েজ সরকার, আনোয়ার হোসেন, বশির আহম্মেদ, আলী আকবর, মোছলে উদ্দিন ও আবুল হোসেন। নির্বাচনে হাসান খাঁন উচ্চবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ ভোট দিয়ে প্রার্থীদেরকে নির্বাচিত করবেন। মোট ভোটার সংখ্যা ৫ শত ৮৭ জন। বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে।

Post a Comment

Disqus